চিনের নিকট প্রতিবেশি হলেও ভারতের অবস্থা তুলনামূলক স্বস্তিদায়ক। কিন্তু ৯০টি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের চৌকাঠে পৌঁছে যাচ্ছে। তবে বিবিসি জানাচ্ছে, নিহত কম করে ৩৪৫৬ জন। লক্ষাধিক মানুষ সংক্রমণের শিকার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু ) জানাচ্ছে, শুক্রবার পর্যন্ত ৯০টি দেশে ১ লক্ষ ৬৮০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিন ছাড়া পরিস্থিতি সব চেয়ে জটিল ইরান, ইতালি আর দক্ষিণ কোরিয়ায়।
বিবিসি জানাচ্ছে, পরিস্থিতি যে রকম তাতে বিশ্ব জুড়ে চলছে করোনাভাইরাস বনাম মানুষের অঘোষিত যুদ্ধ।
ইরানে মৃত ১২৪ জন । আক্রান্ত হয়েছেন পাঁচ হাজারের বেশি। ইতালিতে মৃতের সংখ্যা দুশোর কাছাকাছি। আক্রান্ত ৪,৬৩৬ জন। আমেরিকায় ২৪৮ জন আক্রান্ত। মৃত১২। ভাইরাস ঠেকাতে ৮৩০ কোটি ডলারের তহবিল গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প।
অস্ট্রেলিয়ায় ৬৬ জন আক্রান্ত। মৃত দুজন। অস্ট্রেলিয়ারই এক গবেষণা সংস্থার দাবি, এই ভয়াবহ ভাইরাসের আক্রমণে বিশ্বে দেড় কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা করা রয়েছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, চিনে কমেছে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা।
করোনাভাইরাস ভ্যাটিকান সিটিতেও মিলে তে বলে খবর। তবে আক্রান্তের পরিচয় প্রকাশ করেনি ভ্য়াটিকান। ইউরোপের এই ধর্মীয় শহরটি ঘিরে দেশটিতে থাকেন এক হাজার জন। ছোট্ট দেশের প্রতিটি মানুষের উপরে নজরদারি চলছে।
হু ডিরেক্টর টেডরস অ্যাডানম বলেছেন, সব দেশ সমন্বয় রেখে চেষ্টা করলে অবশ্যই এই মারাত্মক ভাইরাসকে আটকানো সম্ভব। কিছু দেশ রাজনৈতিক উদ্দেশ্যে সব ধরনের সতর্কতা নিচ্ছে না।
চিনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখানকার উহান শহরেই ভাইরাসের প্রথম হামলা হয়। পরে সেটা ভয়াবহ আকার নেয়।