৬-১১ বছর বয়সীদের উপর করোনার টিকার ট্রায়ালে ভাল ফল মিলেছে: মডার্না

1/5টিকাপ্রাপ্ত ৬-১১ বছর বয়সী শিশুদের রিপোর্ট ভাল। সোমবার মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট মডার্না এমনটাই জানাল। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)

FILE PHOTO: FILE PHOTO: An employee shows the Moderna COVID-19 vaccine at Northwell Health's Long Island Jewish Valley Stream hospital in New York, U.S., December 21, 2020.   REUTERS/Eduardo Munoz/File Photo (REUTERS)
2/5FILE PHOTO: FILE PHOTO: An employee shows the Moderna COVID-19 vaccine at Northwell Health’s Long Island Jewish Valley Stream hospital in New York, U.S., December 21, 2020. REUTERS/Eduardo Munoz/File Photo (REUTERS)
৬-১১ বছর বয়সীদের জন্য দুটি শট পরীক্ষা করেছেন গবেষকরা। এক মাসের ব্যবধানে দুটি ডোজ। প্রতিটিতে প্রাপ্তবয়স্কদের দেওয়া ডোজের অর্ধেক রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
3/5৬-১১ বছর বয়সীদের জন্য দুটি শট পরীক্ষা করেছেন গবেষকরা। এক মাসের ব্যবধানে দুটি ডোজ। প্রতিটিতে প্রাপ্তবয়স্কদের দেওয়া ডোজের অর্ধেক রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছে, টিকাপ্রাপ্ত শিশুদের প্রাপ্তবয়স্কদের সমমাত্রায় অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ৪,৭০০-রও বেশি শিশুদের উপর এই ক্লিনিকাল ট্রায়াল চলে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
4/5প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছে, টিকাপ্রাপ্ত শিশুদের প্রাপ্তবয়স্কদের সমমাত্রায় অ্যান্টিবডি তৈরি হচ্ছে। ৪,৭০০-রও বেশি শিশুদের উপর এই ক্লিনিকাল ট্রায়াল চলে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
তবে প্রাপ্তবয়স্কদের মতোই টিকাপ্রাপ্ত শিশুদের ক্লান্তি, মাথাব্যথা, জ্বর এবং ইনজেকশনের স্থানে ব্যাথার মতো অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে। প্রতীকী ছবি : রয়টার্স (REUTERS)
5/5তবে প্রাপ্তবয়স্কদের মতোই টিকাপ্রাপ্ত শিশুদের ক্লান্তি, মাথাব্যথা, জ্বর এবং ইনজেকশনের স্থানে ব্যাথার মতো অস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া থাকছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.