করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত ও সুস্থ রুগীর তথ্য জানার জন্য ওয়েবসাইট (https://gisanddata.maps.arcgis.com/apps/opsdashboard/index.html#/bda7594740fd40299423467b48e9ecf6) দিলাম। যে অসুস্থ তার উচিত স্পেশাল মাস্ক,যা ভাইরাস আটকায়, তা পরা, যাতে তার নিশ্বাস ত্যাগ বা হাচির মাধ্যমে জীবাণু না ছড়ায়। এই মাস্ক ছয় ঘণ্টা পর পর পরিবর্তন করতে হয়।
যাদের এই রোগ হয়নি,তারাও মাস্ক পরে রক্ষা পেতে পারে,কিন্তু ভাইরাস আটকানোর মাস্ক দৈনিক দুটো তিনটে কেনার টাকা কয়জনের আছে?বার্লিনের ওষুধের দোকানে ছয় ঘন্টার মাস্ক আট ইউরো মানে ভারতীয় মুদ্রায় ছয়শ চল্লিশ টাকা।
তবে বাইরে থেকে ঘরে ঢুকলেই ভালো করে গরম জল ও সাবান দিয়ে হাত ধুয়ে, হাতে ডিস ইনফেকশন তরল লাগান। আর টাটকা ফল সবজি খেয়ে খেলাধুলো করে নিজের শরীরের রোধ প্রতিরোধ শক্তি বাড়ান।
আমরা যে ডাটা দেখি, সেটা পুরানো।কারণ মেইন অফিসে খবর পৌঁছাবার পরেই সেটা দিনে হয়ত একবার বিশ্বকে জানানো হয়। আর সঠিক খবর কমিউনিস্ট দেশ জানায় না। তেমনি যাতে পৃথিবীর লোক ভয় না পায়,তাই সঠিক খবর এই মুহূর্তে কোনো দেশ জানলেও জনগণ কে জানাবে না।