রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়লেও, কলকাতায় কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ একদিনে কমেছে ২০৪ জন৷
শনিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা কমেছে৷ গত ২৪ ঘন্টায় ২০৪ জন কমে মোট সংখ্যাটা ৬ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৫,৯১০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬,১১৪ জন৷ বৃহস্পতিবার ছিল ৬,২৩৮ জন৷ বুধবার ছিল ৬,৪২১ জন৷ অর্থাৎ কলকাতায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷
কলকাতাতে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে মাত্র ১২ জনের৷ একদিনেই কমল ১২ জন৷ কারণ শুক্রবার এই সংখ্যাটা ছিল ২২ জনে৷ যদিও বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ১১ জনে৷ কিন্তু মঙ্গলবারে ছিল ১৭ জন৷ তবে শুধু কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,১৬৬ জনের৷
এছাড়া শহরে একদিনে আক্রান্ত হয়েছেন ৫১৬ জন৷ শুক্রবার ছিল ৪৬২ জন৷ বৃহস্পতিবার ছিল ৫৮৩ জন৷ ফলে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যাটা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৬৯৪ জন৷
কলকাতায় একদিনেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৭০৮ জন৷ শুক্রবার ছিল ৫৬৪ জন৷ বৃহস্পতিবার ছিল ৭৫৫ জন৷ এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৬১৮ জন৷
এদিনের রাজ্য স্বাস্থ্য ভবনের তথ্য অনুযায়ী,একদিনে টেস্ট হয়েছে ৩৬ হাজার ৩১৮ টি৷ এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ শুক্রবার ছিল ৩৬ হাজার ২২৯ টি৷ এই পর্যন্ত মোট টেস্টের সংখ্যা ১৫ লক্ষ ছাড়াল৷ তথ্য অনুযায়ী ১৫ লক্ষ ২৪ হাজার ১৬২ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ১৬,৯৩৫ জন৷
বাংলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ শুক্রবার ছিল ৩ হাজার ৮২ জন৷ বৃহস্পতিবার ছিল ৩ হাজার ১২৬ জন৷
তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪ হাজার ৯৫৯ জন৷ শুক্রবার ছিল ১ লাখ ১ হাজার ৮৭১ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৭৭.৪১ শতাংশ৷ শুক্রবার ছিল ৭৬.৯৬ শতাংশ৷ অর্থাৎ বাংলায় প্রতিদিনই বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷
একদিনে আক্রান্ত ৩,২৩২ জন৷ মোট আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজার ৫৯৬ জন৷ গত ২৪ ঘন্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৯৬ জন৷ এই পর্যন্ত অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ২৭ হাজার ৯০০ জন৷
গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৮ জন৷ একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যা৷ কারণ শুক্রবার ছিল ৫৫ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৫৩ জনে৷ ফলে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২,৭৩৭ জন৷
যে ৪৮ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১২ জন৷ উত্তর ২৪ পরগনারও ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৬ জন৷ হুগলি ৫ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ১ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ উত্তর দিনাজপুর ১ জন৷ কালিম্পং ১ জন৷ দার্জিলিং ৪ জন৷