ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত এলাকায় শনিবার থেকে করোনা ভ্যাকসিনের (Corona vaccine) ড্রাই রান শুরু হয়ে গেছে৷ এরমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক কোভিড ১৯ (COVID 19) ভ্যাকসিন বিতরণের জন্য অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে৷ টিকাকরণ ব্যবস্থা সুচারুভাবে করানোর জন্য এই অ্যাপের মাধ্যমে প্রথমে নাম রেজিস্ট্রার করাতে হবে৷ যাতে তাড়াতাড়ি এই ভ্যাকসিন পাওয়া যাবে৷
Co-WIN (COVID-19 Vaccine Intelligence Network) , eVIN (Electronic Vaccine Intelligence Network) আপগ্রেড হবে৷ এই অ্যাপ প্লে স্টোর থেকে ফ্রি -তে ডাউনলোড করা ়যাবে৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে সরকার তিন ধাপে টিকা দেবে৷ প্রথম ভাগে ফ্রন্ট লাইন হেলথকেয়ার প্রফেশানাল আর দ্বিতীয়ভাগে আপৎকালীন সেবায় যুক্ত মানুষদের দিতে হবে৷ রাজ্য সরকার এই সমস্ত পরিসংখ্যান একত্র করছে দ্রুতগতিতে৷ তৃতীয় পর্বে এই ব্যক্তিদের টিকা লাগাতে হবে ়যাঁদের কঠিন শারীরিক ব্যধি রয়েছে৷ এরজন্য Co-Win অ্যাপের মাধ্যমে সেলফ রেজিস্ট্রেশন করাতেই হবে৷
COVID-19 ভ্যাকসিন কীভাবে ট্র্যাকিং , রেজিস্ট্রেশন সুনিশ্চিত করার জন্য Co-Win অ্যাপ ৫ টি মডিউল বানিয়েছে৷ যেখানে প্রথমটি প্রশাসনিক মডিউল, দ্বিতীয়টি রেজিস্ট্রেশন মডিউল, তৃতীয়টি ভ্যাকসিনেশন মডিউল, চতুর্থটি স্বীকৃতি মডিউল ও পঞ্চমটি রিপোর্ট মডিউল৷
যাঁরা টিকাকরণ করাতে চান তাঁদের পঞ্জীকরণ মডিউলে সমস্ত কিছুর বিবরণ দিতে হবে৷ ভ্যাকসিনেশবন মডিউলে তাঁদের বিবরণের সত্যতা যাচাই করা হবে৷ স্বীকৃতি মডিউলে টিকাকরণের একটি সার্টিফিকেট দেওয়া হবে৷ C১২ oWIN অ্যাপে Vaccine-র জন্য করতে হবে রেজিস্ট্রার- যাঁরা জন স্বাস্থ্য আধিকারিক নন তাঁরা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রার করাতে হবে৷ এই অ্যাপ গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে পাওয়া যাবে৷ তবে এই অ্যাপ এখনও লঞ্চ হয়নি৷
এই ওয়েবসাইটে রেজিস্ট্রার করার জন্য ১২ টি ফটো আইডি কাজে লাগবে৷ যার মধ্যে রয়েছে, (Voter ID, Aadhar card, driving license, passport और Pension document)৷ এদের একটি দরকার হবে৷ অনলাইনে রেজিস্ট্রেশনে -র পর বেনিফিশিয়ারিকে নিজের রেজিস্ট্রার্ড মোবাইল নম্বরে এসএমএস আসবে৷ যাতে তারিখ ভ্যাকসিনেশনের সময় ও জায়গার বিষয়ে জানানো হবে৷