দেহরাদূনের দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। গত ১৮ ডিসেম্বর ত্রিবেন্দ্র সিং রাওয়াতের করোনাভাইরাস-রিপোর্ট পজিটিভ এসেছিল। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্ত্রী এবং মেয়েও করোনা-সংক্রমিত। শরীরে হালকা জ্বর থাকায় রবিবার সন্ধ্যায় মেডিক্যাল চেক-আপের জন্য দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীকে। এরপর মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
কিন্তু, সোমবার দেহরাদূনের দুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে দিল্লির এইমস-এ ভর্তি করা হল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতকে। মুখ্যমন্ত্রীর চিকিৎসক ডাঃ এন এস বিশত জানিয়েছেন, ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বুকে সংক্রমণ ধরা পড়েছে। দিল্লির এইমস মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকদের একটি টিম উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে নজর রাখছেন।
2020-12-28