ব্ল্যাক ফাংগাসকেও মহামারী ঘোষণা করল কেন্দ্র, রোগ সংক্রান্ত নিয়মিত তথ্য জমা দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে

ব্ল্যাক ফাংগাস বা কৃষ্ণ ছত্রাক অথবা মিউকরমাইকোসিসকে এবার মহামারী ঘোষণা করল কেন্দ্র সরকার। এই রোগকে মহামারী ঘোষণার জন্য প্রত্যেক রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই রোগকে মহামারী আইনের অধীনে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে। এবার থেকে করোনার মতো ব্ল্যাক ফাঙ্গাস রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে জানাতে হবে রাজ্যগুলিকে।

ব্ল্যাক ফাংগাসকে মহামারী সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যমন্ত্রকের সচিব লব আগারওয়াল। চিঠিতে মিউকরমাইকোসিসের সনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ গুলিকে মেনে চলতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এখনো পর্যন্ত করোনা রোগীদের ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হওয়ার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। তবে করণা রোগী ছাড়াও অন্যরাও এই রোগে আক্রান্ত হচ্ছেন। ব্ল্যাক ফাংগাস রোগে, নাকের উপর কালো ছোপ, দেখতে অসুবিধা হওয়া, বুকে ব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যা, নাক দিয়ে রক্ত, মুখের ভেতর ছোপ ইত্যাদি দেখা দিচ্ছে। মহারাষ্ট্রের ইতিমধ্যেই দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাংগাসের রোগী চিহ্নিত হয়েছে। তার মধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে।পশ্চিমবঙ্গেও ৫ জনের শরীরে এই রোগের উপস্থিতির খোঁজ পাওয়া গিয়েছে।

এমসের পরামর্শ মেনে কেন্দ্র ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল। রাজ্য গুলিকেও মহামারী ঘোষণার নির্দেশ পাঠালো। যদিও এর আগেই রাজস্থান ও তেলেঙ্গানা ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.