ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরে ১০০ শতাংশ করোনা টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। দেশের মধ্যে এই প্রথম কোন শহরে সম্পূর্ণ টিকাকরণ সম্পন্ন হয়েছে। শহরের বাসিন্দা ছাড়াও ১ লাখ পরিযায়ী শ্রমিককেও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
করোনা মোকাবিলায় টিকাকরণ নিয়ে বিশেষ তৎপর ভারত সরকার। যুদ্ধকালীন গতিতে করোনার টিকাকরণ চলছে দেশজুড়ে। তারই মধ্যে ওড়িশার রাজধানী শহর ভুবনেশ্বরে ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ করল। ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশনের দক্ষিণ পূর্ব জোনের ডেপুটি কমিশনার জানিয়েছেন কোভিড ১৯ এর বিরুদ্ধে প্রায় ১০০% টিকাকরণ হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় এক লক্ষ পরিযায়ী শ্রমিককে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি জানান ভুবনেশ্বর মিউনিসিপাল কর্পোরেশনের লক্ষ্য ছিল ৩১ জুলাইয়ের মধ্যে ১০০% টিকাকরণ করবে তারা। এই সময়ের মধ্যে ১৮ বছরের ওপরে ৯ লক্ষ ৬০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৩১ হাজার স্বাস্থ্যকর্মী, ৩৩ হাজার প্রথম সারির যোদ্ধা। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে ৫ লক্ষ ১৭ হাজার এবং ৪৫ এর ওপর ৩ লক্ষ ২০ হাজার মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী ৩০ জুলাই পর্যন্ত ১৮ লক্ষ ৩৫ হাজার মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। ১০০% মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণ করতে ৫৫টি টিকাকরণ কেন্দ্র তৈরি করা ক হয়েছিল। তার মধ্যে বেশিরভাগই ছিল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি সেন্টারে।
এখনো পর্যন্ত দেশজুড়ে টিকা দেওয়া হয়েছে ৪৭ কোটি ২২ লাখ ২৩ হাজার ৬৩৯ জনকে।