পজিটিভিটি রেট কমলেও বাড়ল সংক্রমণ, দেশে সক্রিয় করোনা রোগী সাড়ে ১৫ লক্ষ

পজিটিভিটি রেট কমলেও বাড়ল সংক্রমণ, দেশে সক্রিয় করোনা রোগী সাড়ে ১৫ লক্ষ

গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ২ লক্ষ ৭১ হাজার ২০২ জন। এ নিয়ে দেশে মোট ৩ কোটি ৭১ লক্ষ ২২ হাজার ১৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর আগের দিন সংক্রামিত হয়েছিলেন ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন। গত কালকের তুলনায় এদিন সংক্রমণ বেশি থাকলেও পজিটিভিটি বা সংক্রমণের হার গতকালকের তুলনায় সামান্য কমল আজ। আজ ভারতে দৈনিক পজিটিভিটি রেট ১৬.৬৬ থেকে কমে দাঁড়িয়েছে ১৬.২৮ শতাংশ৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩১৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে মোট ৪ লক্ষ ৮৬ হাজার ৬৬ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন এখনও পর্যন্ত৷ট্রেন্ডিং স্টোরিজ

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১৫ লক্ষ ৫০ হাজার ৩৭৭ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৩৮ হাজার ৩৩১ জন৷ দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ৮৫ হাজার ৭২১৷ সুস্থতার হার ৯৪.৫১ শতাংশ৷

এদিকে গত ২৪ ঘণ্টায় ৭০ লক্ষ ২৪ হাজার সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে৷ গতকাল পর্যন্ত দেশে মোট ১৫৬ কোটি ৭৬ লক্ষ সংখ্যক কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৫ জানুয়ারি পর্যন্ত দেশে ৭০ কোটি ২৪ লক্ষ ৪৮ হাজার ৮৩৮টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে৷ ১৫ জানুয়ারি নমুনার সংখ্যা ছিল ১৬ লক্ষ ৬৫ হাজার ৪০৪৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.