আবহাওয়া বদলের সঙ্গে বহু মানুষ ভুগছেন জ্বর, সর্দি, কাশিতে। তবে কলকাতায় চিকিত্সকদের ঘুম ছুটিয়েছে অ্যাডিনোভাইরাস। জ্বর, সর্দি, কাশির জেরে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। পরিস্থিতি এতটাই ঘোরাল যে কলকাতার অধিকাংশ হাসপাতালের শিশুদের ওয়ার্ডগুলিই ভর্তি অসুস্থ শিশুতে। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ শিশুর।
অ্যাডিনোভাইরাসের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে শনিবারও রাজ্যের সব জেলার সিএমওএইচ, মেডিক্যাল কলেজের কর্তা ও শিশুরোগ বিশেষজ্ঞজের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা।
কলকাতায় অ্যাডিনোভাইরাস সংক্রমণের এখন যে পরিস্থিতি তা বেশ উদ্বেগজনক বলেই মনে করছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। শিশুরোগ বিশেষজ্ঞদের বক্তব্য, আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে বেশকিছু ভাইরাসের সংক্রমণ সাধারণভাবে দেখা যায়। এর মধ্য রয়েছে অ্যাডিনোভাইরাস, রাইনোভাইরাস, ইনফ্লুয়ে়ঞ্জা ভাইরাস। কিন্তু গত সপ্তাহ দুয়েক ধরে দেখা যাচ্ছে অ্যাডিনোভাইরাসের সংক্রমণের জেরে বহু শিশু অসুস্থ হয়ে পড়ছে।