করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার দেশবাসী। যার থেকে মুক্তি পেতে দেশে জোর দেওয়া হচ্ছে টিকাকরণের উপর । যার জন্য রবিবার থেকে শুরু হল টিকা উৎসব। আর আজই পাঞ্জাবের করোনা টিকা কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ । রবিবার এক অনুষ্ঠানে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। অমরিন্দর বলেন, টিকা নেওয়ার জন্য মানুষকে উৎসাহিত, অনুপ্রাণিত করার জন্য সোনুর থেকে ভাল আর কে হতে পারেন! করোনাকালে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি ফিরতে সাহায্য করে দেসবাসীর নয়নের মণি হয়েছেন সোনু সুদ । এখনও তিনি নানা ভাবে মানুষকে সাহায্য করে চলেছেন। ফলে গোটার দেশের মত পাঞ্জাবেও ব্যাপক জনপ্রিয় এই ঘরের ছেলে। টিকাকরণ কর্মসূচিতে সোনুর এই ইমেজকে কাজে লাগাতে চাইছে পাঞ্জাব সরকার। অমরিন্দর সিং বলেন, “টিকা নিয়ে পাঞ্জাবের মানুষ প্রচন্ড দোটনায় রয়েছেন। কিন্তু যখন ‘পাঞ্জাব দা পুত্তর’ সোনু সুদ মানুষকে টিকা নেওয়ার উপকারিতা এবং প্রয়োজনীয়তার কথা বলবেন তখন মানুষ তা শুনবেন।” সোনুও বলেন, “আমি এই কর্মসূচির অংশ হতে পেরে গর্বিত। পাঞ্জাব সরকার মানুষের প্রাণ বাঁচানোর যে বিশাল কাজ করছে তাতে অংশগ্রহণ করতে পারলে ভাল লাগবে।”
2021-04-12