দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার, গুজরাত শীর্ষে, ওষুধ পাঠাচ্ছে কেন্দ্র

 দেশজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের রাজ্যওয়াড়ি সংখ্যা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। শনিবার দুপুরে ভারত সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা হল, এই মুহূর্তে সারা দেশে মোট ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৪৮ জন। সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে গুজরাতে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বাংলায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা এক জন। প্রসঙ্গত গতকালই কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক যুবতীর মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে। কেন্দ্রীয় কেমিক্যালস ও ফার্টিলাইজার মন্ত্রী সদানন্দ গৌড়া এদিন টুইট করে জানিয়েছেন, সংক্রমণের হার দেখে রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যামফোটেরিসিন-বি কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে। মোট ২৩ হাজার ভায়াল ওষুধ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত গুজরাতে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা দু’হাজার ২৮১ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা দু’হাজার। অন্ধ্রপ্রদেশে ৯১০, রাজস্থানে ৭০০, মধ্যপ্রদেশে ৭২০ জন এই ছত্রাকবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গুজরাতে পাঠানো হয়েছে পাঁচ হাজার ৮০০ ভায়াল ওষুধ। বাংলায় এখনও পর্যন্ত যেহেতু এক জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে তাই এই রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার ৫০ ভায়াল অ্যামফোটেরিসিন-বি পাঠানো হয়েছে। কোভিড সেরে ওঠা রোগীদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেশি করে দেখা যাচ্ছে। কারও শ্বাসকষ্ট বা কারও ত্বকে চাকা চাকা দাগ উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। এক্ষেত্রে অনেক চিকিত্‍সক স্টেরয়েড ব্যবহার করার ফলে এই রোগ আরও জটিল আকার নিচ্ছে বলে মত অনেক বিশেষজ্ঞের। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ব্ল্যাক চিকিত্‍সার গাইডলাইন জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.