ফাইজার (Pfizer) ভ্যাকসিন নিয়ে নতুন গবেষণার রিপোর্ট প্রকাশ করল দ্য ল্যানসেট (The Lancet)। এই বৈজ্ঞনিক জার্নালে রিপোর্ট অনুযায়ী করোনা ভাইরাসের মূল স্ট্রেনের তুলনায় ভারতে প্রভাবশালী কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজার ভ্যাকসিন অনেকটাই কম কার্যকর। গবেষণায় বলা হয়েছে যে যাঁরা এই ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন বা দুটি ডোজের মধ্যে ব্যবধান দীর্ঘ, তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি কম কাজ করছে। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই অ্যান্টিবডিগুলি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে বলে মন্তব্য করেছে ল্যানসেট।
ফাইজারের প্রথম ডোজ পর ৭৯ শতাংশ মানুষ মূল স্ট্রেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে পারে। কিন্তু B.1.1.7 বা আলফা ভেরিয়েন্টের জন্য এটাই কমে হয়ে য়ায় ৫০ শতাংশ। আর ডেল্টা ভ্যারিয়েন্টের জন্য তা হয় ৩২ শতাংশ। বিটা ভ্যারিয়েন্ট বা B.1.351 এর ক্ষেত্রে এর মাত্রা ২৫ শতাংশ। এই বিটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকাতে আবিষ্কার হয়েছিল। ডেল্টা ভারতে ও আলফা ভ্যারিয়েন্ট প্রথম ব্রিটেনে পাওয়া যায়। গবেষকরা এও জানিয়েছেন মানুষকে হাসপাতাল থেকে দূরে রাখতে যতটা সম্ভব টিকাকরণ প্রক্রিয়া দ্রুত করা প্রয়োজন। লেগেসি স্টাডির (Legacy study) সিনিয়র ক্লিনিকাল রিসার্চ ফেলো এবং ইউসিএলএইচ ইনফেকশাস ডিজিজ কনসালটেন্ট (UCLH Infectious Diseases consultant) এমা ওয়াল (Emma Wall) বলেছেন, এর থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়। দুটি ডোজের মধ্য়ে ব্যবধান কমিয়ে আনা। এছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি নয় তাদের ক্ষেত্রে বুস্টার ডোজ প্রয়োগ করার কথাও বলেছেন তিনি।
ভারতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্য়ে ব্যবধান বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। বর্তমানে কোভিশিল্ডের প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্য়ে ১২ থেকে ১৬ সপ্তাহ ফারাক থাকে। যেটি আগে ছিল ৬ থেকে ৮ সপ্তাহ। সরকারের তরফে বলা হয়েছে ভ্যাকসিনের কার্যকারিতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। যদিও সমালোচকদের অভিযোগ সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ টিকা নেই। সেই কারণেই টিকা দেওয়ার ব্যবধানকে আরও বাড়ানো হয়েছে। ভারতে যেখানে দুটি ডোজের মধ্য়ে ব্যবধান বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানে ব্রিটেনে টিকার দুটি ডোজের মধ্য়ে ব্যবধান কমিয়ে দেওয়া হয়েছে। ব্রিটেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দ্য ল্যানসেট। দেখা গিয়েছে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের মাত্র একটি ডোজ নেওয়ার পর মানুষের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টের অ্যান্টিবডি মাত্রা তৈরির সম্ভাবনা কম। বরং পূর্ববর্তী প্রভাবশালী আলফা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি অনেক বেশি কার্যকরী। এই আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া গিয়েছিল যুক্তরাজ্যের কেন্টে।
পাব্লিক হেল্থ ইংল্যান্ডের (Public Health England বা PHE) বিশেষজ্ঞদের মতে, আলফা ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে গিয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। আলফা ভ্যারিয়েন্ট যাঁদের শরীরে হামলা চালিয়েছে তাদের চেয়ে ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের হাসপাতালে যাওয়ার সংখ্যাও অনেক বেশি। দ্য ল্যানসেটের রিপোর্ট অনুসারে ডেল্টা ভ্যারিয়েন্টের উপর ভ্যাকসিনের প্রভাব কোভিডের মূল ভাইরাসের চেয়ে ৫ ভাগ কম।