নভেল করোনাভাইরাসের নতুন প্রজাতি ডেল্টা প্লাসে সংক্রমিত হয়েছেন ৪০ জন ভারতীয় নাগরিক। বুধবার সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। ডেল্টা প্লাসে আক্রান্তদের মধ্যে অধিকাংশই মহারাষ্ট্রে, বাকিরা কেরল, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের বাসিন্দা। করোনার এই নতুন প্রজাতি গত কয়েকদিন ধরেই কেন্দ্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ডেল্টা প্লাস প্রজাতি ‘ভ্যারিয়্যান্ট অফ ইন্টারেস্ট’ আখ্যা দিয়েছে সরকার। ভারতের ডেল্টা প্রজাতি (বি.১.৬১৭.২) নিয়ে এমনিতেই উদ্বিগ্ন গোটা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই ডেল্টা প্রজাতিকে এই মুহূর্তের সবচেয়ে মারাত্মক প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে। ডেল্টা থেকেই ভাইরাস রূপ বদলে তৈরি হয়েছে ডেল্টা প্লাস। ডেল্টা প্লাস প্রজাতি অনেক বেশি সংক্রামক হতে পারে। অনেক দ্রুত আরও বেশি সংখ্যায় মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে এই নতুন প্রজাতির গবেষণায়।
2021-06-23