করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য বিপুল টাকা বরাদ্দ করল বঙ্গ বিজেপি। কোভিড ১৯ মোকাবিলা খাতে দান করলেন বিজেপি-র তিন সাংসদ। চিকিৎসার জন্য দেওয়া হল ২ কোটি ২০ লক্ষ টাকা।
বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর সাংসদ তহবিল অর্থাৎ ‘এমপি ল্যাড’ থেকে এক কোটি টাকা বরাদ্দ করেছেন। বারাসাতের জেলাশাসককের হাতে তুলে দেওয়া হয়েছে সেই টাকা। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী উত্তর দিনাজপুরের করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। ভাইরাস আক্রান্তদের জন্য এই অর্থ খরচের আবেদন করেছেন শান্তনু ঠাকুর এবং কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।
বিজেপির আর এক সাংসদ খগেন মুর্মু। তিনি ৭০ লক্ষ টাকা বরাদ্দ করলেন ‘এমপিল্যাড’ থেকে। এই অর্থ চারটি পর্যায় খরচ করতে আবেদন করেছেন মালদহের মুখ্য জেলা স্বাস্থ্য অফিসারকে। খগেন বাবু লিখেছেন, মালদহ উত্তর সংসদীয় কেন্দ্রের চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং গ্রামীণ হাসপাতালের জন্য উঁচু ছাদ ও শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স কেনা হোক। এর জন্য তিনি বরাদ্দ করেছেন ২৪ লক্ষ টাকা করে। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মাস্ক, স্যানিটাইজার এবং আবশ্যিক যন্ত্রপাতির জন্য ১৭ লক্ষ টাকা দেওয়া হয়েছে। তাঁর নিজের কেন্দ্রের মাস্ক, স্যানিটাইজার প্রভৃতির জন্য আরও পাঁচ লক্ষ টাকা খরচ করতে আবেদন জানিয়েছেন সিএমওএইচকে।