করোনাভাইরাসের টিকাকরণ শুরু হয়ে গিয়েছে ভারতে। এরইমধ্যে আরও একটি স্বস্তির খবর হল, দেশের ১৪৭টি জেলায় বিগত ৭ দিন কোনও নতুন আক্রান্তের খবর নেই। তার মধ্যেও আবার ১৮টি জেলায় গত ১৪ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি। বৃহস্পতিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত ১৫৩ জনের শরীরে ব্রিটেন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতে মোট কোভিড-১৯ আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশ শুধুমাত্র মহারাষ্ট্র ও কেরলে। এযাবৎ দেশে ১৫৩ জনের শরীরে ব্রিটেন প্রজাতির করোনাভাইরাসের সন্ধান মিলেছে। স্বস্তি দিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের ১৪৭টি জেলায় বিগত ৭ দিন কোনও নতুন আক্রান্তের খবর নেই। তার মধ্যে আবার ১৮টি জেলায় গত ১৪ দিন কেউ নতুন করে সংক্রমিত হননি, ৬টি জেলায় বিগত বিগত ২১ দিনে নতুন করে কেউ সংক্রমিত হননি এবং বিগত ২৮ দিনের মধ্যে ২১টি জেলায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি।
2021-01-28