বছরের পর বছর আইনী প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে ৫ই অক্টোবর রাতে শেষ পর্যন্ত পেমেন্ট স্পেসে প্রবেশ করতে সক্ষম হল। প্রায় ৪০০মিলিয়ন ব্যবহারকারীর মধ্যে প্রাথমিকভাবে ২০ মিলিয়ন গ্ৰাহককে এই পরিষেবা সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কয়েকটি বিষয় মনে রাখা জরুরী।
ইউপিআই-এর মাধ্যমে কিভাবে কাজ হবে : হোয়াটসঅ্যাপ ইউনিফায়েড পেমেন্টস্ ইন্টারফেসে (ইউপিআই) কাজ করে। এই একই সিস্টেম গুগল পে, ফোন পেয়ে, এইচআইএম এবং ব্যাংকও ব্যবহার করে। সুতরাং হোয়াটসঅ্যাপের “মানিব্যাগে” কোনো টাকা রাখার দরকার নেই। আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এবং যারফলে খুব সহজেই আপনি টাকা হস্তান্তরের সুযোগ পাবেন। অন্যদিকে আপনি যখন পেমেন্টের জন্য “রেজিস্ট্রেশন” করবেন তখন হোয়াটসঅ্যাপ একটি নতুন ‘ইউপিআই আইডি’ তৈরি করবে, আপনি অ্যাপ্লিকেশনটির “পেমেন্টেস্” অংশে গিয়ে এই আইডি টি সনাক্ত করতে পারবেন।
রেজিস্ট্রেশন : হোয়াটসঅ্যাপে টাকা লেনদেন করার জন্য আপনার অ্যাকাউন্টের সাথে একটি ফোন নাম্বার এবং একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সংযুক্তিকরন আবশ্যক। স্ক্রিনের নিচের দিকে “অ্যাটাচমেন্ট” আইকনটিতে ক্লিক করে অর্থ প্রদান করা যাবে যা আপনি সাধারণত ফটো, ভিডিও ইত্যাদি প্রেরনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। হোয়াটসঅ্যাপ প্রথমে আপনাকে ‘রেজিস্ট্রেশন’ করার নির্দেশ দেবে এবং তারপর ফোন কল ও ম্যাসেজগুলি পড়ার জন্য অনুমতি চাইবে ‘ রেজিস্ট্রেশন সম্পূর্ণ’ করার জন্য। কোনো অর্থ লেনদেনের শুরুতে আপনাকে একটি ইউপিআই পাসকোড সেট করতে হবে। আপনার যদি ইতিমধ্যে ইউপিআই অ্যাপ্লিকেশনসহ পাসকোড থেকে থাকে তাহলে আপনি সেই কোডটি ব্যবহার করতে পারেন।
অন্যান্য অর্থপ্রদানের অ্যাপ্লিকেশনের সাথে ব্যবহার করুন :
আপনি বিএইচআইএম, গুগল পে বা ফোন পে-র মতো অন্য কোনো অ্যাপের মাধ্যমে হলেও বৈধ ইউপিআই অধিকারী কোনো ব্যাক্তিকে টাকা পাঠাতেই পারেন হোয়াটসঅ্যাপ পে’র দ্বারা। প্রাপক যদি হোয়াটসঅ্যাপ পেমেন্টের জন্য ‘রেজিস্ট্রার্ড’ না হয়ে থাকেন তাহলে হোয়াটসঅ্যাপ আপনাকে ” ইউপিআই আইডি এন্টার” করার বিকল্প দেবে। তারপর লেনদেনের জন্য ‘ বিএইচআইএম’, ‘গুগল পে’, ‘ফোন পে’ বা অন্যকোনো ইউপিআই আইডি এন্টার করার জন্য অনুরোধ জানাবে। বিকল্প পথ হিসেবে তারা হোয়াটসঅ্যাপ রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। এটিও ফোন নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটির সত্যতা যাচাই
মতো একই পদ্ধতি অনুসরণ করবে। উভয়পক্ষের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনি কেবলমাত্র ‘কন্টাক্টস্’ উপর ক্লিক করে ‘অ্যাটাচমেন্ট’ আইকনের মাধ্যমে ‘পেমেন্টস্’ এ গিয়ে অর্থ লেনদেন করতে পারবেন।
কেবলমাত্র ভারতীয় নাম্বার বৈধ:
হোয়াটসঅ্যাপ পে শুধুমাত্র ভারতীয় ব্যাংকের সাথে যুক্ত থাকা ভারতীয় নাম্বারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আন্তর্জাতিক নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপ এর আওতায় পড়বে না।
লেনদেনের সীমাবদ্ধতা : একলাখ পর্যন্ত লেনদেনের সীমা হোয়াটসঅ্যাপে প্রযোজ্য। ইউপিআই হল একটি নিখরচার পরিষেবা তাই লেনদেনের জন্য কোনো মূল্য দিতে হয়না। কিছু ইউপিআই অ্যাপ শুধুমাত্র টাকা পাঠানোর জন্য প্রেরকের থেকে তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড চায়। যদিও এই পরিসেবাটি এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে শুরু হয়নি।