ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বহু দিন হয়েছে। বাইশ গজকে গুডবাই বলার পরে কী ভাবে দিন কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার? এই প্রশ্ন বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে ফিরে বেরাচ্ছিল। প্রশ্ন উঠছিল বাইশ গজকে ছেড়ে কী ভাবে বদলে যাচ্ছেন সচিন? এ বার সেই প্রশ্নের উত্তর দিনেল মাস্টার ব্লাস্টার নিজেই।
নিজের সোশ্যাল মিডিয়াতে পরিবারের নতুন সদস্যের সঙ্গে সাক্ষাৎ করালেন সচিন তেন্ডুলকর। তিনি জানিয়ে দিলেন পরিবারের এই সদস্যই বদলে দিচ্ছে সচিনের জীবন। আসলে সচিনের পরিবারের নতুন সদস্য হল ছোট্ট একটি পোষ্য, যাঁর নাম রাখা হয়েছে স্পাইক। একটা ফুটফুটে ছোট্ট কালো রংয়ের কুকুর ছানা। নিজের ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে সচিন জানিয়েছেন তিনি কী ভাবে স্পাইককে পেয়েছেন ও সে কীভাবে মাস্টার ব্লাস্টারের পরিবারের সদস্য হয়ে উঠছে।
ভিডিয়োর ক্যাপশনে সচিন লেখেছেন ‘জব উই মেট…. স্পাইক।’ সচিনের শেয়ার করা ভিডিয়োতে সচিন জানিয়েছেন কী ভাবে স্পাইককে তিনি পেয়েছিলেন। ভিডিয়োটিতে সচিন বলেন, ‘বন্ধুরা তোমরা কি জানো আমার সঙ্গে স্পাইকের কীভাবে দেখা হয়েছে? আমার ফার্মহাউসের যে কেয়ারটেকার তার বাচ্চারা বাজারে গিয়েছিল। ওরাই প্রথমে স্পাইককে দেখে। তার পাশাপাশি ওরা দেখে স্পাইকের মা মারা গেছে। স্পাইককে ওরা বাড়ি নিয়ে আসে এবং আমাকে দেখায়। আমি তখন ওদের বলি স্পাইক এখান থেকে অন্য কোনও জায়গায় যাবে না। ও আমাদের সঙ্গেই থাকবে।’
স্পাইকের প্রজাতি নিয়ে সচিন বলেন, ‘স্পাইক কোনও ফ্যান্সি প্রজাতির কুকুর নয়। ও একটা ভীষণ সুন্দর দেশী ভারতীয় কুকুর। পাশাপাশি ও খুব ভালো ভাবে বড়ো হচ্ছে। ওর তো শুধু খাবার, থাকার জায়গা ও ভালোবাসার দরকার। আমি তো এটা বলব ও আমাদের পরিবারে এসে আমাদের জীবনটাই বদলে দিয়েছে।’