অনলাইন কথোপকথনে ইমোজি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। অনেক সময় সঠিক মনের ভাব প্রকাশ করতে সাহায্য করে সঠিক ইমোজি। প্রায় প্রতি বছরই নতুন ইমোজি সামনে আসে। কিছু ইমোজি লঞ্চের পরে তার মানে বদলে যায়।
সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ফেসবুক ও ইন্সটাগ্রাম নিজেদের নিয়মে পরিবর্তন এনেছে। নতুন নিয়মে জানানো হয়েছে ‘নুড কনটেন্টে’ বেগুন অথবা পিচ ইমোজি ব্যবহার হলে সেই গ্রাহককে সতর্ক করবে সোশ্যাল মিডিয়া কোম্পানি। প্রয়োজনে নিষিদ্ধ করা হতে পারে। নতুন নিয়মে বেগুনের সাথে পিচ ইমোজি একসাথে ব্যবহার করলে তা অশালীন বলে গণ্য করবে ফেসবুক ও ইন্সটাগ্রাম।
রিপোর্টে জানানো হয়েছে জুলাই মাসে নতুন নিয়ম সামনে এলেও অগাস্ট মাস থেকে এই নিয়ম লাগু হয়েছে। সেখানে জানানো হয়েছে এই ইমোজির সাথে কোন অ্যাডাল্ট ওয়েবসাইটের লিঙ্ক থাকলে সেই গ্রাহককে নিষিদ্ধ করা হবে।
নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহারের নিয়ম পরিবর্তন করে ফেসবুক ও ইন্সটাগ্রাম। ওয়েবসাইটে নতুন নিয়ম প্রকাশ করে তা গ্রাহককে জানিয়ে দেওয়া হয়।
চলতি বছর নতুন একটি অ্যাপ নিয়ে এসেছে ফেসবুক। নতুন এই অ্যাপ এর নাম স্টাডি। এই অ্যাপ থেকে গ্রাহকের সব ধরনের তথ্য সংগ্রহ করবে ফেসবুক। গ্রাহক কতক্ষণ ফোন ব্যবহার করেন। কোন অ্যাপ কত সময় ব্যবহার করেন, কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার হচ্ছে এই ধরনের তথ্য সংগ্রহ করবে স্টাডি অ্যাপ।
তবে পাসওয়ার্ড অথবা কোন ওয়েবসাইট ব্রাউজ করছেন তা জানবে না নতুন অ্যাপ। ফেসবুক জানিয়েছে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা এই ব্যক্তিগত তথ্য বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে ফেসবুক।
যে সব গ্রাহকের কাছে ইতিমধ্যেই ফেসবুক স্টাডি প্রোগ্রামের আমন্ত্রণ পৌঁছেছে তারা স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যাপ ইন্সটল করার পরে বিভিন্ন পার্মিশান দিয়ে দিতে হবে। যে কোন সময় এই অ্যাপ আন ইন্সটল করে এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যাওয়া যাবে।