রেশনের চাল গোডাউন ভাড়া নিয়ে বেআইনি ভাবে মজুত করার অভিযোগে উত্তর ২৪ পরগনার হাবরা থানায় গ্রেপ্তার ২ জন। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mullick) বিধানসভা এলাকার জয়গাছিতে হাবরা (Habra) থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান বস্তা বস্তা চাল উদ্ধার করে ভাড়া দেওয়া গোডাউন মালিক মুদি দোকানদার চানু দে ও ভাড়া নেওয়া অরুপ বোস নামে দুজনকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ।
অরূপ বোহ কেন গোডাউন ভাড়া নিয়েছিলেন এবং কোন রেশন ডিলারের মাল মজুত রাখতেন ? এবং এর পেছনে আর কার কার হাত রয়েছে, সেই ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রায় দেড়শো বস্তা চাল এবং প্রায় ৩০ বস্তা আটা উদ্ধার করেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবরা এলাকাজুড়ে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে কিভাবে অবৈধভাবে রেশনের চাল মজুদ করার ঘটনা ঘটলো তা নিয়ে আক্রমণ জানিয়েছে বিরোধী দল কংগ্রেস, সিপিএম ও বিজেপি। যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই।
প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে এই হাবরা বিধানসভা থেকে সাড়ে ১৯ হাজার ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। খাদ্যমন্ত্রী কেন্দ্রে এমন রেশনের চাল অবৈধভাবে মজুদ করে রাখার ঘটনা যে ভোটব্যাংকে প্রভাব ফেলবে তা আড়ালে-আবডালে স্বীকার করে নিচ্ছে তৃণমূল শিবির। কারণ লোকসভা ভোটের ঘা হাবরা বিধানসভা কেন্দ্রে এখনো পুরোপুরি সারিয়ে তুলতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।