২ অক্টোবর গাঁধী জয়ন্তীর মধ্যে দুধ প্রস্তুতকারী সংস্থা গুলিকে প্লাস্টিকের ব্যবহার কমানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, প্লাস্টিকের ব্যবহার কমাতে দেশের দুধ তৈরির সংস্থাগুলিকে ছোট প্যাকেটের বদলে বড় প্যাকেটে দুধের দাম কমাতে হবে।
কেন্দ্রীয় সরকারের মতে, দুধের ছোট প্যাকেট বন্ধ করা হলে গ্রাহকরা বড় প্যাকেট কিনবে। এর ফলে এটা যেমন গ্রাহকের পক্ষে সস্তার হবে, ঠিক তেমনই বড় প্যাকেটে বেশি দুধ থাকার ফলে প্লাস্টিকের ব্যবহার কমবে। কিছুদিন আগে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা গুলির সঙ্গে এক বৈঠকে পশুপালন ও ডেয়ারি দফতারের সচিব অতুল চতুর্বেদী বলেন, “আধ লিটার দুধের প্যাকেট এর পরিবর্তে ১ লিটার প্যাকেটের দাম ২ টাকা পর্যন্ত কমিয়ে প্লাস্টিকের ব্যবহার কমানোর আর্জি জানান।” এছাড়া তিনি আমূল এবং মহানন্দের মতো দুধ সমবায় সংস্থাগুলিকে প্লাস্টিকের দুধের প্যাকেট পুর্নব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি ক্রেতারা প্যাকেট ফেরত আনলে দামে ছাড়া দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই বৈঠকে।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের মতে, বর্তমানে দেশে দৈনিক প্রায় ২০ হাজার টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। যার মধ্যে প্রতিদিন ৬ থেকে ৭ টন পরিবেশে মিশছে। তাই পরিবেশ রক্ষা করতে হলে যতটা সম্ভব প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুর্নব্যবহার করতে হবে। স্বচ্ছ ভারত প্রকল্পে শামিল হয়ে ইনফোসিস, আইটিসির মতো সংস্থাগুলি প্লাস্টিকের ব্যবহার কমানোর অঙ্গীকার করেছে।