WBJEE Results: জয়েন্টে প্রথম রামকৃষ্ণ মিশনের পঞ্চজান্য দে, একনজরে মেরিট লিস্ট

কোভিড পরিস্থিতি প্রথম বড় পরীক্ষা ছিল জয়েন্টের প্রবেশিকা পরীক্ষা। উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিল হলেও সশরীরে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষার্থীরা। আর সেই পরীক্ষার ২০ দিনের মাথায় আজ প্রকাশ করা হল সেই পরীক্ষার ফল। ফল জানতে লগ ইন করতে হবে বোর্ডের ওয়েবসাইটে – wbjeeb.nic.in।

আজকের প্রকাশিত ফলে প্রথম হয়েছেন রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র পাঞ্চজন্য দে। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌম্যজিৎ দত্ত। তৃতীয় হয়েছেন শান্তিপুর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র ব্রতীন মণ্ডল। এছাড়া চতুর্থ হয়েছে অঙ্কিত মণ্ডল, পঞ্চম হয়েছেন গৌরব দাস, ষষ্ঠ হয়েছেন আয়ুষ গুপ্ত। সপ্তম হয়েছেন ঋতম দাসগুপ্ত, অষ্টম হয়েছেন সপ্তার্শ্ব ভট্টাচার্য, নবম হয়েছেন ঋষভ কেজরিওয়াল, দশম হয়েছেন সৌহার্দ্য দত্ত।

৯২ হাজার ৬৯৫ জন প্রার্থী পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলআপ করেছিল৷ তার মধ্যে ৭১ শতাংশ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে৷ করোনা পরিস্থিতিতে এবারে অনেকেই পরীক্ষা কেন্দ্র অবধি পৌঁছতে পারেনি৷ এবারে মোট ৬৫ হাজার ১৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসে৷ তার মধ্যে প্রায় ৯৯ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হয়েছে৷ তার সংখ্যাটি হল ৬৪ হাজার ৮৫০ জন৷ এবারে মোট ৭৪ শতাংশ ছাত্র এবং ২৬ শতাংশ ছাত্রী পরীক্ষায় বসেছিল৷

বেলা সাড়ে 3টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফৎ ফল জানতে পারল পরীক্ষার্থীরা। অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব়্যাঙ্ক কার্ড জানতে পারে তারা৷ পরীক্ষার্থীরা দু’টি ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাবে৷ সেগুলি হল- wbjeeb.nic.in।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.