বুধবার দুপুরে যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ বাতিল করা হয়েছে সেই বৈঠক। অর্থাৎ বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হচ্ছে না। শিক্ষা দফতর সুত্রে খবর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি না তা নিয়ে সিদ্ধান্তের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিয়ে বলে হয়েছে।
শিক্ষা দফতর সুত্রে খবর, এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২১ লক্ষ। করোনা পরিস্থিতিতে এই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া সম্ভব কি না, তা নিয়ে পর্যালোচনার জন্য এই বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, চিকিৎসক, মনোবিদ ও শিশু অধিকার কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। তাঁরা সিদ্ধান্ত নেবেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া যাবে কি না। যদি না যায় তা হলে কী ভাবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। কারণ এই মূল্যায়নের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ জড়িত। তাই এই বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না শিক্ষা দফতর।