করোনা পরিস্থিতিতে গতবারের পর এবারেও অনলাইনেই কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে চলেছে ফাইনাল সেমিস্টারের। স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নিতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মৌখিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।পরীক্ষা সংক্রান্ত সূচি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের নোটিফিকেশন আকারে জারি করা হতে পারে। ইতিমধ্যেই ফর্মফিলআপের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়। কলেজগুলিতে তার নির্দেশিকাও পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে স্নাতক স্তরের ফাইনাল সেমিস্টার এবং শেষ সপ্তাহে স্নাতকোত্তর এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নেওয়া হতে পারে। বাড়ি থেকে বসেই ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবেন এমনটাই মৌখিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
করোনা পরিস্থিতিতে গত বছরও কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে বসেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এ বছরও ঠিক সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাড়ি থেকে বসেই ছাত্রছাত্রীরা অনলাইনেই পরীক্ষা দেবেন। অর্থাৎ প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। সেখান থেকে ছাত্র-ছাত্রীরা প্রশ্নপত্র ডাউনলোড করে বাড়ি থেকে বসেই পরীক্ষা দিয়ে আবার উত্তর পত্র ই-মেল মারফত পাঠিয়ে দেবেন। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করবে অন্তত তেমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
যদিও কিভাবে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের ভর্তি প্রক্রিয়া হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আলোচনা শুরু হয়নি বলে জানা গিয়েছে। স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কলেজ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। সে ক্ষেত্রে কলকাতা ও শহরতলীর বেশ কয়েকটি কলেজ বিষয় ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা নিয়েছে ছাত্র-ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বলে জানা গিয়েছে। ভিডিওর স্নাতকোত্তর স্তরের ভর্তি কিভাবে নেবে কলকাতা বিশ্ববিদ্যালয় তা নিয়ে ইতিমধ্যেই অধ্যাপক মহলে আলাপ-আলোচনা শুরু হয়েছে বলেই সূত্রের খবর।
অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয় তৎপরতা শুরু করেছে স্নাতক স্তরে ছাত্র ভর্তি নিয়ে। ইতিমধ্যেই বিভাগগুলি বৈঠকে বসতে শুরু করেছে বর্তমান পেক্ষাপটে কিভাবে ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হবে। যদিও প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে নাকি তা নিয়ে সরকারের নির্দেশিকা দিকেই তাকিয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। নির্দেশিকার অপেক্ষায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় বলেই সূত্রের খবর। Input- SOMRAJ BANDOPADHYAY