দেশের সঙ্গে রাজ্যেও প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে করোনা (Corona)আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে বড়সড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education)। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাতিল করা হল একাদশ শ্রেণির পরীক্ষা। পাশাপাশি অন্য স্কুলে নয়, নিজেদের স্কুলেই অর্থাৎ হোম সেন্টারে (Home Centre) বসে পরীক্ষা দিতে হবে উচ্চমাধ্যমিক পড়ুয়াদের । এছাড়া পরিবর্তন করা হয়েছে পরীক্ষার সময়ের ।
শুক্রবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতেই বলা হয়েছে, করোনা পরিস্থিতি এবং অন্যান্য কারণে ২০২১ সালের একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হল। একাদশ শ্রেণির পড়ুয়াদের সবাইকেই দ্বাদশে উত্তীর্ণ করা হবে। পাশাপাশি আগামী ১৫ জুন থেকে শুরু হতে চলা উচ্চমাধ্যমিক পরীক্ষার (HS Examination) ক্ষেত্রেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জন্য চলতি বছরে নিজের নিজের স্কুলেই পরীক্ষায় দেওয়ার জন্য বসবেন উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। তবে একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হওয়ায়, সকাল ১০টার পরিবর্তে দুপুর ১২টা থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে দুপুর ৩টে ১৫ পর্যন্ত। এর পাশাপাশি অবশ্য রাজ্যের করোনা পরিস্থিতির উপর নজরও রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেবে সংসদ। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এই নির্দেশিকা অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেনুতে হওয়ার সিদ্ধান্তকে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে । সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, “উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ও পরীক্ষার শুরুর সময় নিয়ে যে পরিবর্তন তাঁরা করেছেন তাকেও সমিতির পক্ষ থেকে স্বাগত। কোভিড পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজ থেকে প্রায় তিন মাস আগে আমরাই প্রথম নিজের বিদ্যালয় পরীক্ষার সুযোগ পরীক্ষার্থীদের দেয়া উচিত এই মর্মে সমিতির বক্তব্য জানিয়েছিলাম। আজকে সেই বক্তব্য মান্যতা পেয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে প্রশ্নপত্র বিতরণ এবং উত্তর পত্র সংগ্রহের কাজ প্রতিটি স্তরের সঙ্গে যুক্ত আধিকারিকরা করে থাকেন এই পরিবর্তিত পরিস্থিতিতে সেই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদনের নির্দেশিকা থাকা প্রয়োজন। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা এই অতিমারির মধ্যে বাতিল করার যে সিদ্ধান্ত সংসদ নিয়েছেন তাকে স্বাগত। তবে দ্বাদশ শ্রেণির ক্লাসে কেবলমাত্র একাদশের অসম্পূর্ণ পাঠক্রম শেষ করার নির্দেশিকার পাশাপাশি প্র্যাকটিক্যাল তথা ব্যবহারিক ক্লাস সম্পাদন সংক্রান্ত নির্দেশ দিলে ভালো হয়।
এদিকে আগেই করোনা পরিস্থিতির জন্য আতঙ্কিত পড়ুয়ারা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতরে। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ( Partha Chatterjee) টুইট করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা বাতিলের আবেদন জানান বহু পরীক্ষার্থী। এই টুইটে শিক্ষামন্ত্রীর সঙ্গে ট্যাগ করা হয় মুখ্যমন্ত্রীকেও। পরীক্ষার্থীদের কথায়, করোনা যখন ভয়াল রূপ নিয়েছে, তখন বোর্ডের পরীক্ষা বাতিল করে দেওয়া উচিত ছাত্র-ছাত্রীদের শারীরিক নিরাপত্তার স্বার্থে। শেষ পর্যন্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে সব স্তরের মানুষ স্বাগত জানিয়েছে।