উচ্চমাধ্যমিকের নম্বর বাড়ানোর দাবিতে ফের আন্দোলনে ছাত্র ছাত্রীরা। স্কুলের প্রবেশদ্বার বন্ধ করে দীর্ঘক্ষণ আন্দোলনে করে তারা। পরে প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের দাবি নিয়ে বিবেচনার আশ্বাস দিলে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় তারা। ঘটনাটি ঘটেছে রামপুরহাট জিতেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ে।
ওই বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিকের অধিকাংশ ছাত্রছাত্রীর ফলাফল এবার ১৫ থেকে ২০ নম্বর কম এসেছে। ফল প্রকাশের পরই ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে জানান। সে সময় প্রধান শিক্ষক রবিউল ইসলাম ছাত্রীদের দাবি মেনে নিয়ে বিষয়টি সংসদের নজরে আনার প্রতিশ্রুতি দেন। কিন্তু অন্যান স্কুলে ছাত্রছাত্রীদের নম্বর বাড়ানো হলেও জিতেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের নম্বর বাড়ানো হয়নি। সোমবার ছাত্রছাত্রীরা স্কুলে গেলে প্রধান শিক্ষক দায় এড়িয়ে যান বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন ছাত্রছাত্রীরা স্কুলের গেট বন্ধ করে আন্দোলন শুরু করে।
আন্দোলনরত ছাত্র রাসেদ মাসুদুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক বলেছিলেন আমি প্রত্যেক ছাত্রছাত্রীর নম্বর বাড়িয়ে ছাড়ব। কিন্তু এখন তিনি দায় ঝেড়ে ফেলছেন। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি”।
প্রধান শিক্ষক রবিউল ইসলাম বলেন, “আমি আগেও সংসদে ফলাফল পুনর্বিবেচনার জন্য পাঠিয়েছিলাম। কিন্তু তারা কোনও সদুত্তর দেয়নি। তাই ফের স্কুল ও ছাত্রছাত্রীদের স্বার্থে আমি সংসদে স্কুলের প্রতিনিধি পাঠাব। ফলাফল পুনর্বিবেচনা আবেদন জানাব। আমি ছাত্রছাত্রীদের সমস্যা বুঝতে পারছি”।