SSC নিয়োগ দুর্নীতিতে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল CBI. বৃহস্পতিবার প্রায় ৬ ঘণ্টা জেরার পর কল্যাণময়কে গ্রেফতার করেন গোয়েন্দারা। SSC দুর্নীতিতে অন্যতম অভিযোগ ছিলেন কল্যাণময়। সিবিআই জানিয়েছে, অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র বানিয়ে দিতেন তিনিই। সেই সুপারিশপত্রের ভিত্তিতেই হয়েছে যাবতীয় অবৈধ নিয়োগ।
বৃহস্পতিবার কল্যাণময়কে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে ডেকেছিল সিবিআই। সেই থেকে তাঁকে টাকা জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রের খবর, গোয়েন্দাদের প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। এর পর বিকেল ৪টে নাগাদ তাঁকে গ্রেফতারির সিদ্ধান্ত নেন গোয়েন্দারা।
SSC দুর্নীতিতে এই নিয়ে গ্রেফতার হলেন তৃতীয় আধিকারিক। এর আগে SSC উপদেষ্টা কমিটির প্রাক্তন সভাপতি শান্তিপ্রসাদ সিনহা ও আরও ১ আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই।
বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতারির পর কল্যাণময়কে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যান সিবিআইয়ের গোয়েন্দারা। এর আগেও কল্যাণময়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে CBI. তাঁর বাড়িতেও তল্লাশি হয়েছে। এবার গ্রেফতার হলেন তিনিও।
সিবিআই সূত্রে খবর, শান্তিপ্রসাদ সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সদর দফতরে গিয়ে অযোগ্য প্রার্থীদের তালিকা তুলে দিতেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের হাতে। সেই তালিকা অনুসারে সুপারিশপত্র বানিয়ে শান্তিপ্রসাদের হাতে তুলে দিতেন কল্যাণময়। এর পর অযোগ্য প্রার্থীদের সেই সুপারিশপত্র বিলি করতেন শান্তিপ্রসাদ সিনহা।