CA ফাইনাল পরীক্ষায় প্রথম হলেন বোন, ১৮ তম র‍্যাঙ্ক দাদার!

1/5দেশের অন্যতম কঠিন পরীক্ষা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সির ফাইনাল। আর তাতেই বাজিমাত করলেন মধ্যপ্রদেশের মোরেনা জেলার দাদা বোন। ছবি: ফেসবুক  (Facebook)

পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছেন ১৯ বছরের নন্দিনী আগরওয়াল। তাঁর প্রাপ্ত নম্বর ৬১৪/৮০০ । পিছিয়ে নেই তাঁর দাদাও। প্রতীকী ছবি : এএনআই (ANI)
2/5পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছেন ১৯ বছরের নন্দিনী আগরওয়াল। তাঁর প্রাপ্ত নম্বর ৬১৪/৮০০ । পিছিয়ে নেই তাঁর দাদাও। প্রতীকী ছবি : এএনআই (ANI)
নন্দিনীর দাদার নাম সচিন আগরওয়াল। একইসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন তিনিও। দেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন ২১ বছরের সচিন। প্রতীকী ছবি : এএনআই (ANI)
3/5নন্দিনীর দাদার নাম সচিন আগরওয়াল। একইসঙ্গে পরীক্ষা দিয়েছিলেন তিনিও। দেশের মধ্যে ১৮তম স্থানে রয়েছেন ২১ বছরের সচিন। প্রতীকী ছবি : এএনআই (ANI)
নন্দিনী অল্প বয়সে দুটি ক্লাস টপকে দাদার সঙ্গে একই ক্লাসে ভরতি হয়েছিল। তাই আজ পর্যন্ত দুজনেই সব পড়াশোনা একসঙ্গে করেছেন। প্রতীকী ছবি : এএনআই (ANI)
4/5নন্দিনী অল্প বয়সে দুটি ক্লাস টপকে দাদার সঙ্গে একই ক্লাসে ভরতি হয়েছিল। তাই আজ পর্যন্ত দুজনেই সব পড়াশোনা একসঙ্গে করেছেন। প্রতীকী ছবি : এএনআই (ANI)
একইভাবে দু'জনে একইসঙ্গে সিএ ফাইনালের প্রস্তুতি নিয়েছিলেন। এই সাফল্যের পিছনে দু'জনেই পরস্পরের পাশে থাকাকে কৃতিত্ব দিয়েছেন। তাছাড়া মেয়ে বলে তাঁকে দাদার থেকে আলাদা করে না দেখার জন্য মা-বাবাকে ধন্যবাদ জানিয়েছেন নন্দিনী। প্রতীকী ছবি : এএনআই (ANI)
5/5একইভাবে দু’জনে একইসঙ্গে সিএ ফাইনালের প্রস্তুতি নিয়েছিলেন। এই সাফল্যের পিছনে দু’জনেই পরস্পরের পাশে থাকাকে কৃতিত্ব দিয়েছেন। তাছাড়া মেয়ে বলে তাঁকে দাদার থেকে আলাদা করে না দেখার জন্য মা-বাবাকে ধন্যবাদ জানিয়েছেন নন্দিনী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.