প্রায় দেড় বছর ধরে রাজ্যে বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অন্যান্য একাধিক রাজ্যে স্কুল খুলে গেলেও সেই পথে এখনও হাঁটেনি পশ্চিমবঙ্গ সরকার। অদূর ভবিষ্যতে যে স্কুল খুলছে না, তা স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী জানালেন, পুজোর ছুটির পর স্কুল খোলার বিষয়ে ভাবনাচিন্তা আছে। বিকল্প দিনে স্কুল চলবে। তাঁর কথায়, ‘পুজোর (এবার অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে দুর্গাপুজো হবে) ছুটির পর আমরা চেষ্টা করব অল্টারনেটিভ দিনে (একদিন অন্তর যদি স্কুল-কলেজ খোলা যায়।’ তবে কোন কোন ক্লাস খোলা হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বাচ্চাই হল না। আগে অন্নপ্রাশনের ভাবনাচিন্তা করা হচ্ছে।’
এমনিতে রাজ্যে এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেকটা কমেছে। বুধবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২৬ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। সার্বিকভাবে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫.৩০ লাখ ছাড়িয়ে গিয়েছে। ওই ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছিল। সার্বিকভাবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,১৮০। ওই ২৪ ঘণ্টায় করোনা-মুক্ত হয়েছেন ৮৩৮ জন। তার ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৫.০২ লাখ। যা শতাংশের বিচারে ৯৮ শতাংশের উপরে। দৈনিক আক্রান্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা সামান্য কম হওয়ায় সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২ কমে হয়েছে ১০,৭৪৫।