পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে মাটিতে বসে রয়েছেন। তাদের সামনেই মাটিতে লুটিয়ে পড়ে জোড়হাত করে সাষ্টাঙ্গে ক্ষমা চাইছেন এক শিক্ষিকা। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে অসমের তিনসুকিয়ার ফিলোবাড়ি সিনিয়র সেকেন্ডারি স্কুলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু জোর বিতর্ক।
জানা গিয়েছে, তিনসুকিয়ার ফিলোবাড়ি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। গত ১১ অক্টোবর স্কুলে যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভরত পড়ুয়ারা। সেই প্রতিবাদে সামিল ছিলেন অল অসম স্টুডেন্টস ইউনিয়নের বহিষ্কৃত এক নেতা। সেই বহিষ্কৃত নেতা নাকি সেই শিক্ষিকাকে সেই ভাবে ক্ষমা চাইতে বাধ্য করেন।
জানা গিয়েছে পড়ুয়াদের বিক্ষোভ তুলে নিতে বলে শিক্ষকরা। সেই সময় দুই পক্ষের বচসা শুরু হয়। সেই সময় সংশ্লিষ্ট শিক্ষিকা বিক্ষোভ প্রসঙ্গে কোনও বিরূপ মন্তব্য করলে আরও সুর চড়ায় পড়ুয়ারা। পরে সেই বহিষ্কৃত নেতা শিক্ষিকাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে বাধ্য করেন।