কোথায় যেতে হবে? কখন হবে? কী কী নথি লাগবে? সব জেনে নিন।
অফলাইনে আবেদনকারী ৪৬৭ জন চাকরিপ্রার্থীকে স্ক্রুটিনি ও তথ্য যাচাইয়র জন্য ডাকল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তথ্য যাচাইয়ের পাশাপাশি ২০১৪ সালের টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রার্থীদের ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট হবে।
সোমবার পর্ষদের তরফে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যে ৪৬৭ জন চলতি বছরের ৯ এবং ১০ জানুয়ারি অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন, তাঁদের স্ক্রুটিনি, ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট হবে। বিভিন্ন নথি-সহ আগামী ২০ এবং ২১ সেপ্টেম্বর প্রার্থীদের শিক্ষা ভবনে আসতে বলা হয়েছে। সেই অফলাইন আবেদনের জন্য ৪৭৬ টি শূন্যপদ আছে বলে জানিয়েছে পর্ষদ।