নজীরবিহীনভাবে এগিয়ে আনা হল কলকাতার ৪৪-তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনের দিন। সৌজন্যে সরস্বতীপুজো।
আন্তর্জাতিক বিধি অনুযায়ী প্রতি বছর নির্দিষ্ট দিনে এই বইমেলার উদ্বোধন হয়। এক বছর আগে ঘোষণা করা হয় এর দিনক্ষণ। সেই হিসাবে ২৯ জানুয়রি এর
উদ্বোধন হওয়ার কথা ছিল। গত বছর বইমেলার পর এবং সাম্প্রতিককালে একাধিক সাংবাদিক সম্মেলনে এটা ঘোষণা করেন ওয়েস্ট বেঙ্গল পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড।
কিন্তু কাল বেশি রাতে গিল্ডের তরফে ঘোষণা করা হয় এই তারিখ একদিন পিছিয়ে যাচ্ছে। কথামত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করবেন। কারণ হিসাবে জানানো হয়েছে ২৯ তারিখ যেহেতু সরস্বতী পুজো পড়ছে, সেই কারণে দিন এগোনো হল। মেলা চলার কথা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। তা অপরিবর্তিতই থাকছে।
কিন্তু সরস্বতী পুজোর দিন তো আগেই ঠিক ছিল? সেটা কি উদ্যোক্তাদের চোখে পড়েনি? সরস্বতী পুজো যাতে আগ্রহীরা অবাধে করতে পারে, যাতে সকলে এতে অংশ নিতে পারে, সে ব্যাপারে রীতিমত সক্রিয় হিন্দুত্ববাদী নানা সংগঠন। বসিরহাটের একটি ষ্কুলে এ নিয়ে গন্ডগোল হচ্ছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে ওই দিন পরীক্ষা ঘোষণা করে।খবর পেয়ে রীতিমত ক্ষুব্ধ হন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি ওই নির্ঘন্ট তৎক্ষণাৎ বদল করার নির্দেশ দেন। প্রায় একই ঘটনা অতি সম্প্রতি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সূত্রের খবর, বইমেলার উদ্বোধনের অনুষ্ঠানের দিন ধার্য নিয়ে যাতে রাজনৈতিক বিতর্ক না ওঠে, সেই কারণেই প্রায় শেষ মুহূর্তে বদল করা হল উদ্বোধনের তারিখ।