NIRF Rankings 2021: উত্থান জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন বেলুড়ের, দেশের সেরা একশোয় কমল বাংলার কলেজ

1/8‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২১’-এর (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) নিরিখে দেশের সেরা ১০০ কলেজের মধ্যে জায়গা করে নিল পশ্চিমবঙ্গের পাঁচ কলেজ। তবে গতবার সেই সংখ্যাটা ছিল সাত। ২০১৯ সালে ছিল ছ’টি কলেজ। (ছবিটি প্রতীকী)

তালিকায় চতুর্থ স্থানে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ। গত বছর যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছিল। (ছবি সৌজন্য, ফেসবুক @SXCKOLKATA)
2/8তালিকায় চতুর্থ স্থানে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ। গত বছর যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছিল। (ছবি সৌজন্য, ফেসবুক @SXCKOLKATA)
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়) উঠে এসেছে পঞ্চম স্থানে। আগেরবার যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছিল। (ছবি সৌজন্য, ফেসবুক @VidyamandiraBelurmath)
3/8রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়) উঠে এসেছে পঞ্চম স্থানে। আগেরবার যুগ্মভাবে সপ্তম স্থান অধিকার করেছিল। (ছবি সৌজন্য, ফেসবুক @VidyamandiraBelurmath)
নেমে গিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া)। গত বছর ১১ তম স্থানে ছিল। এবার চার ধাপ নেমে ১৫ তম স্থানে আছে। (ছবি সৌজন্য, ফেসবুক @rkmvcc)
4/8নেমে গিয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া)। গত বছর ১১ তম স্থানে ছিল। এবার চার ধাপ নেমে ১৫ তম স্থানে আছে। (ছবি সৌজন্য, ফেসবুক @rkmvcc)
গত বছর কয়েক ধাপ নেমে ২০ তম স্থানে নেমে গিয়েছিল রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। এবার আরও একধাপ কমে দাঁড়িয়েছে ২১ তম স্থানে। (ছবি সৌজন্য, ফেসবুক @rkmrcndp)
5/8গত বছর কয়েক ধাপ নেমে ২০ তম স্থানে নেমে গিয়েছিল রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)। এবার আরও একধাপ কমে দাঁড়িয়েছে ২১ তম স্থানে। (ছবি সৌজন্য, ফেসবুক @rkmrcndp)
বেথুন কলেজ ৭৭ তম স্থানে আছে। গতবার তারা ৮ তম স্থানে ছিল। তবে ২০১৯ সালে প্রথম পঞ্চাশের মধ্যে ছিল। (ছবি সৌজন্য, ফেসবুক বেথুন কলেজ)
6/8বেথুন কলেজ ৭৭ তম স্থানে আছে। গতবার তারা ৮ তম স্থানে ছিল। তবে ২০১৯ সালে প্রথম পঞ্চাশের মধ্যে ছিল। (ছবি সৌজন্য, ফেসবুক বেথুন কলেজ)
গত বছর বাংলা থেকে প্রথম একশোয় ছিল লোরেটো এবং লেডি ব্রেবোর্ন কলেজও ছিল।
7/8গত বছর বাংলা থেকে প্রথম একশোয় ছিল লোরেটো এবং লেডি ব্রেবোর্ন কলেজও ছিল।
দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে দিল্লির মিরান্ডা হাউস। দ্বিতীয় স্থানে আছে লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস। গতবারও দুটি কলেজ একই স্থানে ছিল। (ছবি সৌজন্য, ফেসবুক)
8/8দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে দিল্লির মিরান্ডা হাউস। দ্বিতীয় স্থানে আছে লেডি শ্রীরাম কলেজ ফর উইমেনস। গতবারও দুটি কলেজ একই স্থানে ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.