ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বাধ্যতামূলক নয় গণিত- পদার্থ বিজ্ঞান!

 বিতর্কিত সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া টেকনিক্যাল এডুকেশন কাউন্সিল (AICTE)। জানানো হয়েছে দ্বাদশ স্তরের স্তরের গণিত ও পদার্থবিজ্ঞান না থাকলেও BE এবং BTech কোর্সে ভর্তি হওয়া যাবে। ২০২১-২২ সাল থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। এতদিন পর্যন্ত, দেশে দ্বাদশ শ্রেণিতে গণিত এবং পদার্থবিজ্ঞানের বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল।

২০২১-২২ এর প্রসেস হ্যান্ডবুকে AICTE ভর্তির যোগ্যতা পরিবর্তন করেছে। সেখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ছাত্রছাত্রীদের পদার্থ বিজ্ঞান, গণিত, রসায়ন, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রনিক্স, ইনফর্মেশন টেকনোলজি, জীববিজ্ঞান, ইনফর্মেশন প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, কৃষি, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, বিজনেস স্টাডি, এন্টারপ্রেনারশিপের মধ্য়ে থেকে যে কোনও তিনটি বিষয় বেছে নিতে হবে। পরীক্ষার্থীদের উপরোক্ত বিষয়গুলিতে ৪৫% নম্বর (সংরক্ষিতদের ৪০%) পেতে হবে। কিন্তু AICTE এবার তাদের হ্যান্ডবুকে এও জানিয়েছে, এই প্রোগ্রামের জন্য বিশ্ববিদ্যালয়গুলি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের মতো বিষয়গুলিতে উপযুক্ত ব্রিজ কোর্স করাবে।

AICTE-র এই পদক্ষেপ ইতিমধ্য়েই তীব্র সমালোচনার মুখে পড়েছে। অনেকেই বলছেন যে গণিত সমস্ত ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি। কিন্তু এক্ষেত্রে AICTE-র উত্তর গণিতে যারা দুর্বল তাদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা থাকছে। কিন্তু প্রশ্ন উঠছে এটি উচ্চ মাধ্যমিক স্তরের গণিতকে প্রতিস্থাপন করতে পারে না। যদিও AICTE-র তরফে জানানো হয়েছে গণিত ও পদার্থ বিজ্ঞানকে ঐচ্ছিক বিষয় করা হয়নি। শুধু বিষয় বাছার ক্ষেত্রে বিকল্প বাড়ানো হয়েছে। নতুন শিক্ষানীতির সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ বলেও জানানো হয়েছে।

এদিকে ডাক্তারি পড়ার জন্য এ বছরের ‘নিট’ ( NEET) বা ‘ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট’ পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে ১ আগস্ট। হিন্দি, ইংরেজি ছাড়াও মোট ১১ টি ভাষায় দেওয়া যাবে এই পরীক্ষা। তবে পরীক্ষা অনলাইনে হবে না। হবে অফলাইন মোডে। শুক্রবার এই পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এন.টি.এ’ এর প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বভারতীয় অভিন্ন মেডিকেলে স্নাতক পড়ার জন্য অর্থাৎ এমবিবিএস, বিডিএস, বিএএমএস, বিএসএমএস ইত্যাদি কোর্সে পড়ার জন্য এবছর নিট পরীক্ষা হবে ১ আগস্ট। তবে এখনই পরীক্ষার সিলেবাস, পরীক্ষার সিট, ফি এই সমস্ত বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এই সংক্রান্ত যাবতীয় তথ্য এনটিএ এর ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.