মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। ২৪ জুনের মধ্যে প্রত্যেকটি স্কুলকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমা দিতে নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ। মার্কস রেজিস্টারের মধ্যে যদি কোনও কারচুপি হয় তাহলে স্কুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংগৃহীত ছবি। (প্রতিবেদনঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায়)
*রাজ্যজুড়ে পর্ষদের অধীনস্থ প্রত্যেকটি স্কুলকে এই মর্মে নির্দেশিকা পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ। বোর্ডের তরফে একটি ওয়েবসাইট তৈরি করা হয়েছে সেই ওয়েবসাইটে লগ ইন (Log in) করে প্রত্যেকটি স্কুলকে মার্কশিট জমা দিতে হবে। সংগৃহীত ছবি।
*মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে শুক্রবারই আনুষ্ঠানিক ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেণীর ইন্টার্নাল ইভালুয়েশন নম্বরের নিরিখেই হবে ছাত্র-ছাত্রীদের মার্কশিট। এরপরই শনিবার নবম শ্রেনির বার্ষিক পরীক্ষার নম্বর জমা দিতে নির্দেশ দিল পর্ষদ। সংগৃহীত ছবি।
*শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, “৫০-৫০ ফর্মুলাতেই হবে মাধ্যমিকের মার্কশিট। অর্থাৎ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বরকে ৫০% গুরুত্ব দেওয়া হবে ও মাধ্যমিকের ইন্টার্নাল ফরমেটিভ ইভালুয়েশনকে ৫০% গুরুত্ব দেওয়া হবে।” কিন্তু কীভাবে ছাত্রছাত্রীরা নম্বর পাবেন? সংগৃহীত ছবি।
*মধ্যশিক্ষা পর্ষদ যে ফর্মুলাতে ছাত্র-ছাত্রীদের নম্বর দিয়েছে তাতে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর এর তুলনায় দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের অনেকটাই পার্থক্য থাকবে। এ ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার বিষয়ভিত্তিক ৫০% গুরুত্ব দেওয়া হবে। সংগৃহীত ছবি।https://09db3fbe67ff6c281321ee37c2a0ed18.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
*ধরা যাক বাংলা বিষয় কোন ছাত্র-ছাত্রী নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৮০ নম্বর পেয়েছিল। তার ৫০% গুরুত্ব অর্থাৎ মাধ্যমিকে সেখান থেকে ৪০ নম্বর যুক্ত হবে। পাশাপাশি সেই ছাত্র বা ছাত্রী ইন্টারনাল ফরমেটিভ ইভালুয়েশন ১০-১০ পেয়েছে ধরে নেওয়া যাক। সংগৃহীত ছবি।
*তাহলে সেখান থেকে সে পাবে পাঁচ গুণ অর্থাৎ ৫০ নম্বর। অর্থাৎ বাংলা বিষয়ে মাধ্যমিকের তার প্রাপ্ত নম্বর হল ৯০। এ ভাবেই প্রত্যেকটি বিষয়ে মূল্যায়ন করে ছাত্রছাত্রীদের বিষয়ভিত্তিক নম্বর দেওয়া হবে। সংগৃহীত ছবি
*প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক জুলাই মাসের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে শুক্রবার জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি। তারপরেই স্কুলগুলি থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর নেওয়ার তৎপরতা শুরু করেছে পর্ষদ। সংগৃহীত ছবি।