এবার নতুন নিয়ম হতে চলেছে রাজ্যে। উচ্চমাধ্যমিক পরিক্ষায় দুটি বিষয়ে ফেল করলেও এবার থেকে কলেজে ভর্তি হতে পারবেন। এ নিয়ম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে। অনেক ছাত্র-ছাত্রি ভালো ভাবে প্রতিটি বিষয় পরিক্ষা দিলেও একটা বা দুটো বিষয় খারাপ পরিক্ষা হয়ে থাকে কোনো কারন বশত।তাঁর জন্য চিন্তা পিছু ছারে না, যদি উত্তীর্ণ না হয় তাহলে কলেজে আর ভর্তি হতে পারব না।
তবে এবার থেকে আর চিন্তা করতে হবে না কারন বছর নষ্ট হওয়ার কোন ব্যপার থাকছে না। তবে এই নিয়ম ত্রিপুরাতে চালু হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহা এই তথ্য প্রকাশ করেন। উত্তীর্ণ না হয়েও কলেজে ভর্তি হওয়া যাবে।
সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ফাইনাল পরিক্ষায় ১৫০ নম্বর পেতে হবে, এবং পরিক্ষার ফল প্রকাশের ৭৫ দিনের মধ্যে আবার পরিক্ষায় বসতে হবে যে দুটি বিষয়ে উত্তীর্ণ হতে পারবে না সেই দুটি বিষয়ে। বছর বাঁচাও প্রকল্প করছে ত্রিপুরার সরকার। এক্ষেত্রে কোনো বছর বসে থাকতে হবে না ছাত্র-ছাত্রী দের।