অনলাইনে নয়, এবার অফলাইনেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চূড়ান্ত সিলমোহর পড়ে গেল মঙ্গলবার। তবে অন্য স্কুলে নয়, নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক দিতে হবে পরীক্ষার্থীদের। অর্থাৎ ‘হোম সেন্টারেই’ হবে পরীক্ষা।
আগামী ২ এপ্রিল থেকে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। প্রথম থেকেই অফলাইনে পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করে আসছিল রাজ্য সরকার এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভবিষ্যৎ নিয়ে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, জেলাশাসক ও মহকুমা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকেই অফলাইনে পরীক্ষার উপর চূড়ান্ত সিলমোহর পড়ে গিয়েছে। সংসদ সূত্রে খবর, সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।ট্রেন্ডিং স্টোরিজ
অন্য স্কুলে নয়, নিজের স্কুলেই হবে পরীক্ষা
করোনাভাইরাস পরিস্থিতিতে ‘হোম সেন্টারে’ পরীক্ষা হবে। অর্থাৎ নিজেদের স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন পড়ুয়ারা। আগের মতো অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে না। মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে। সেজন্য এবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়তে চলেছে। সেইসঙ্গে পরীক্ষার্থীরা যাতে সহজেই যাতায়াত করতে পারে, সেজন্য পরীক্ষার দিনগুলিতে রাজ্য সরকারকে গণপরিবহণ বাড়ানোর আর্জি জানিয়েছে সংসদ।
এমনিতে এবার ২ এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ১১ দিন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। একমাত্র শেষদিনে একটি মাত্র বিষয়ের পরীক্ষা আছে। বাকি দিনগুলিতে একাধিক বিষয়ের পরীক্ষা পড়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্র্যাক্টিকাল পরীক্ষা। চলবে ৪ মার্চ পর্যন্ত। সংসদের তরফে আগেই জানানো হয়েছে, পড়ুয়ারা যা প্র্যাক্টিকাল শিখেছেন, তার ভিত্তিতেই প্র্যাক্টিকাল পরীক্ষা হবে। সেখান থেকেই প্রশ্ন আসবে।