করোনাভাইরাসের ধাক্কা কাটিয়ে আজ থেকে রাজ্যে শুরু হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পড়ুয়াদের মানসিক অবস্থা, সুরক্ষা ও অন্যান্য বিষয়ের বিবেচনা করে এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ‘হোম সেন্টারে’ হচ্ছে।
নিয়ম অনুযায়ী, পড়ুয়ারা নিজেদের স্কুলে গিয়েই পরীক্ষা দেবেন বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। করোনাভাইরাস পরিস্থিতিতে ‘হোম সেন্টারে’ পরীক্ষা হওয়ায় পরীক্ষাকেন্দ্রের সংখ্যা তিনগুণ হয়েছে। এবার মোট ৬,৭২৭ টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সেই পরীক্ষার জন্য কী কী নিয়ম মেনে চলতে হবে, তা দেখে নিন –
- পরিচয়পত্র ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড দেখিয়ে পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
- অন্যবারের মতো এবারও পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ‘ই-টুকলি’ রোখার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে। টোকাটুকি করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট‘ করা হতে পারে।
- যদিও কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে বাতিল করা হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট পড়ুয়ার সেদিনের পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা ব্যবহার করলে বা ব্যবহার করছে জানা গেলে কোনও পড়ুয়ার এই বছরের সব পরীক্ষাই বাতিল হতে পারে।
- পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে কোনও পড়ুয়া শৌচাগারে যেতে পারবেন না। অর্থাৎ সকাল ১১ টা থেকে পরীক্ষার্থীদের শৌচাগারে যাওয়ার অনুমতি দেওয়া হবে। শৌচাগারে গেলে উত্তরপত্র জমা রেখে যেতে হবে।
- বেলা ১২ টা ৪৫ মিনিটের আগে কোনও পরীক্ষার্থী উত্তরপত্র জমা দিয়ে বেরোতে পারবেন না। অর্থাৎ ২ ঘণ্টা ৪৫ মিনিটের আগে কোনও পড়ুয়াকে পরীক্ষা দিয়ে হল থেকে বেরনোর অনুমতি দেওয়া হবে না।
- পরীক্ষাকেন্দ্রে খাতা বা খাতার কোনও অংশ, পার্ট এ/পার্ট বি একসঙ্গে জমা না দিয়ে বাড়িতে নিয়ে চলে গেলে অথবা অতিরিক্ত শিট জমা না দিলে ‘আরএ’ বা’ রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।
- ইনভিজিলেটর বা শিক্ষক-শিক্ষিকাকে নিগ্রহ করলে ‘আরএ’ (RA) বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে।
- পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে ‘আরএ’ বা ‘রিপোর্টেড এগেনস্ট’ করা হতে পারে