স্কুল খুললে ছাত্র-ছাত্রীদের মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি : মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক

লকডাউন (Lockdown) এরপর থেকেই বন্ধ সমস্ত স্কুল, বন্ধ বিশ্ববিদ্যালয় কলেজও ! করোনা প্রভাবে নিয়ম বদলে গিয়েছে সব কিছুরই। কবে প্রতিশোধক আসবে কবেই বা করোনা মুক্ত হবে পৃথিবী তা সঠিকভাবে বলতে পারছেন না বিশেষজ্ঞরাও। কিন্তু পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই দেশের স্কুলগুলো খোলার তোড়জোড় শুরু করা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু করোনা ভীতির মধ্যে কিভাবে চলবে স্কুলগুলি, তারই একটা প্রাথমিক রূপরেখা দিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhrial Nishank) ।

তিনি বলেন সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলতে হবে স্কুলগুলিতে। পাল্টে দিতে হবে ছাত্র-ছাত্রীদের বসার ব্যবস্থা। পাল্টে যাবে ক্লাস এবং সেকশন। এমনকি স্কুলের সময়ও । সমস্ত নিয়মগুলো মেনে চললে তবেই খুলতে পারবে স্কুলগুলি। বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী বলেন শুধু ক্লাস নয়, বাসগুলো তো মেনে চলতে হবে সামাজিক দূরত্ব বিধি। আগে যতজন ছাত্র-ছাত্রী নিয়ে ক্লাস হত তার ৩০% নিয়ে প্লাস করতে হবে এখন। কাজেই স্বাভাবিকভাবে বাড়বে সেকশনের সংখ্যা।

কিভাবে এই নিয়মগুলি মানা হবে? তার তার বিস্তারিত গাইড লাইন তৈরি করছে এনসিআরটি। ইউজিসি একই কাজ করবে বিশ্ববিদ্যালয় এবং কলেজ গুলোর ক্ষেত্রে। শিক্ষক-শিক্ষিকাদের এরপর থেকে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের এবং সু অভ্যাস এর দিকেও নজর রাখতে হবে। নজর রাখতে হবে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের দিকে ! শুধু তাই নয় পরিবর্তন হবে স্কুলের প্রতিদিনের ক্যালেন্ডারে। সবক্ষেত্রেই প্রয়োজন হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.