মাধ্যমিকের মতো এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যাই বেশি। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৪ মার্চ। চলবে ২৭ মার্চ পর্যন্ত।
রবিবার, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ির জয়েন্ট কনভেনার অঞ্জন দাস বলেন, এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৩,৬৭৪ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯,২৬৫ ও ছাত্রী রয়েছে ১৪,৪০৯ জন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি। এর কারণ মুখ্যমন্ত্রীর কন্যাশ্রী প্রকল্প অনেকটাই কাজ করেছে বলে তিনি জানান।
পাশাপাশি পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও জঙ্গল ও চা বাগান এলাকায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরীক্ষার মেইন ভেনুর সংখ্যা ১৭ টি। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা
৭৪টি। এর মধ্যে কিছু স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রও রয়েছে বলে জানিয়েছেন অঞ্জনবাবু। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির পাশাপাশি যাবতীয় নিয়মবিধি বজায় থাকছে।