২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপর। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শনিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের সমস্ত বিষয়ের পরীক্ষা হবে সম্পূর্ণ সিলেবাসের ওপর।
করোনার জেরে ২০২০ সালের উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষা হয়নি। টেস্টের ফলের ভিত্তিতে তৈরি করা হয়েছিল চূড়ান্ত ফল। ২০২১ সালে পরীক্ষা হয় ২০২২ সালে দীর্ঘ সময় স্কুলে পঠনপাঠন বন্ধ থাকায় সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানায় সংসদ। পরীক্ষা হয় হোম সেন্টারে। তার পরেও অসফল হয়েছেন প্রায় ১১ শতাংশ ছাত্রছাত্রী।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, স্কুলে যেহেতু পুরোদমে পঠনপাঠন শুরু হয়েছে তাই সংসদ চায় গোটা সিলেবাসের ওপর পরীক্ষা হবে ধরে নিয়েই প্রস্তুতি নিন শিক্ষক ও ছাত্রছাত্রীরা। পরে পরিস্থিতি যদি বদলায় তাহলে সিদ্ধান্ত বদলাতেও পারে।