সময় মতো স্কুলে যাওয়া নিয়ে শিক্ষকদের জন্য কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। শিক্ষকদের জন্য মোট ২২ দফা আচকরণবিধি জারি করা হয়েছে। তাতে রয়েছে সময় মতো স্কুলে ঢোকা নিয়ে কড়া নির্দেশ। নির্দেশিকায় জানানো হয়েছে, এখন থেকে সকাল ১০টা ৫০ মিনিটের মধ্যে স্কুলে না ঢুকলে তা ‘হাফ ডে’ গণ্য করা হবে। এবং সকাল ১১টা ৫ মিনিটের পরে গেলে সেদিনর জন্য শিক্ষককে ‘অনুপস্থিত’ গণ্য করা হবে। তাছাড়া বিকেল সাড়ে চারটের আগে কোনও শিক্ষক স্কুল ছেড়ে যেতে পারবেন না বলেও জানানো হয়েছে নির্দেশিকায়।
এদিকে নির্দেশিকায় ফের বলা হয়েছে, টিউশন বা কোনও ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না সরকারি স্কুলের শিক্ষকরা। এদিকে নির্দেশিকায় শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের উপর বধিনিষেধ জারি করা হয়েছে। জানানো হয়েছে, ছাত্র-ছাত্রীদের মতো শিক্ষকরাও ক্লাসরুমে মোবাইল নিয়ে ঢুকতে পারবেন না। তাছাড়া শিক্ষকদের সতর্ক করে দেওয়া হয়েছে যে ছাত্রছাত্রীদের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করা যাবে না।
এছাড়া নির্দেশিকায় বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের অংশ নেওয়া বাধ্যতামূলক। স্কুল ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার জন্যও নির্দেশ জারি করা হয়েছে। শিক্ষকরাও কোনও ভাবে ধূমপান করতে পারবেন না স্কুল ক্যাম্পাসে। খাওয়া যাবে না গুটখা এবং পানও। তাছাড়া ষষ্ঠ থেকে দশমের তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষেও ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শিক্ষকদের।