Class 11 Subject Combination: একাদশে বিজ্ঞান নিয়ে পড়তে মাধ্যমিকে অঙ্ক-সহ একাধিক বিষয়ে ৩৫% যথেষ্ট!

1/5অঙ্ক বা স্ট্যাটিসটিক্স: মাধ্যমিকে অঙ্কে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।

2/5বায়োলজিকাল সায়েন্স: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।

3/5ফিজিক্স বা কেমিস্ট্রি বা দুটি বিষয়: মাধ্যমিকে ভৌতবিজ্ঞানে ন্যূনতম ৩৫ নম্বর শতাংশ পেতে হবে পড়ুয়াদের।

4/5ভূগোল: মাধ্যমিকে ভূগোলে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।

5/5কম্পিউটার সায়েন্স: মাধ্যমিকে অঙ্কে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর পেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.