একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত হয়ে গেল এক ভিন্ন ঘরানার চিত্র প্রদর্শনী। ৮-১৩ মে-র মধ্যে আয়োজিত এই চিত্র ও স্থাপত্য শিল্পের প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন অসম বয়সের একঝাঁক খ্যাতনামা শিল্পী। “আগুন নিয়ে খেলা” শীর্ষক এই প্রদর্শনী যেমন সাজিয়ে তুলেছেন প্রবীণ শিল্পী তরুণ দে। তেমনি রয়েছেন যুবা শিল্পী প্রদীপ দাস, রাজু সরকার, পিন্টু শিকদাররা।
নিজের শিল্প ভাবনায় এই প্রদর্শনীকে অন্যমাত্রা দিয়েছেন শিল্পী ভবতোষ সুতারও। এছাড়াও, এই প্রদর্শনীতে নিজে নিজে যোগদান দিয়েছেন মল্লিকা দাস সুতার, অয়ন সাহা ও নির্মল মালিক। এক শীর্ষক অথচ হরেক স্বাদের এই প্রদর্শনী প্রসঙ্গে তরুণ দে বলেন, “আগুন নিয়ে খেলা” বিষয়টিকে নানা বয়সের শিল্পীরা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। যে যার নিজের মতো করে বিষয়টিকে শিল্প ভাবনার মাধ্যমে প্রদর্শনীতে তুলে ধরেছি।”
প্রদর্শনী প্রসঙ্গে আবার রাজু সরকারের দাবি, “এমন চিত্র প্রদর্শনী কলকাতা শহরের বুকে আগে কখনও হয়নি। এমন প্রয়াস শিল্প প্রেমীদের ভাবনাকে নতুন নির্যাস দেবে বলেই আমাদের বিশ্বাস।”