CBSE 12th board exam: সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষা হচ্ছে না এ বছর, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদী

পড়ুয়াদের স্বার্থে, তাঁদের স্বাস্থ্যের কথা বিচার করে চলতি বছরে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ, মঙ্গলবার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মোদী।

চলতি বছরে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা আদৌ হবে কি না বা হলেও কী প্রক্রিয়ায় তা হবে, সে ব্যাপারেই সিদ্ধান্ত নিতে আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী বৈঠক করেন। বিকেলে সেই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী মোদী ছাড়া সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান-সহ অনেকে। তবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এই বৈঠকে থাকতে পারেননি।

সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। এই বৈঠকে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ৩ জুন সুপ্রিম কোর্টকে জানাবে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্ত খতিয়ে দেখে তারপরই চূড়ান্ত রায় দেবে সুপ্রিম কোর্ট।

সিবিএসই-র বোর্ড পরীক্ষা নিয়ে বিভিন্ন রাজ্যের মধ্যে মতবিরোধ রয়েছে। অতিমারি পরিস্থিতিতে দিল্লি, মহারাষ্ট্র বোর্ডের পরীক্ষা বাতিলের পক্ষে। অন্যদিকে আবার তামিলনাড়ু চায় পরীক্ষা পিছিয়ে অগস্ট-সেপ্টেম্বরের দিকে করতে। পঞ্জাবের মতে, পরীক্ষার আগে সমস্ত পরীক্ষার্থীদের প্রতিষেধক দেওয়া অত্যন্ত জরুরি। আর সিবিএসই প্রস্তাব দিয়েছে, তাদের বোর্ডের পরীক্ষা ১৫ জুলাই থেকে ২৬ অগস্টের মধ্যে শুধুমাত্র কতকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরই নেওয়া হোক। প্রতিটি বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময়সীমা কমিয়ে আনার কথাও বলেছে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.