আর অনুসন্ধান নয়, SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে FIR দায়ের করে তদন্ত শুরু করল CBI. বুধবার মুখবন্ধ খামে FIR-এর প্রতিলিপি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জমা দিয়েছে তারা। সঙ্গে এই দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য SSC-র আরও এক আধিকারিককে তলব করেছে CBI.
আদালতের নির্দেশে SSC গ্রুপ ডি দুর্নীতিকাণ্ডে CBI এতদিন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলেও কোনও FIR দায়ের করেনি তারা। যাবতীয় আইনি বাধা কাটায় মঙ্গলবার FIR দায়ের করে তারা। বুধবার সেই FIRএর প্রতিলিপি জমা পড়েছে আদালতে। এছাড়া মঙ্গলবারের জিজ্ঞাসাবাদে শান্তিপ্রসাদ সিনহা কী বলেছেন তাও আদালতকে জানিয়েছে সিবিআই। আদালত সূত্রে জানা গিয়েছে, আপাতত রেজিস্ট্রার জেনারেলের কাছে থাকবে ওই নথি।
ওদিকে এদিন SSC-র প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্যকে তলব করেছে সিবিআই। সন্ধ্যা ৬টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সমরজিৎবাবুকে জিজ্ঞাসাবাদের পর শান্তিপ্রসাদবাবুকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এদিন আদালতে শান্তিপ্রসাদের আইনজীবী জানিয়েছেন, তিনি সিবিআইকে সমস্ত রকম সাহায্য করতে তৈরি। সিবিআই ডাকলেই হাজিরা দেবেন তিনি।