প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন অ্যাডভান্সড ২০২০-এর ফলাফল। প্রথম স্থান অর্জন করেছেন মহারাষ্ট্রের পুণের ছাত্র চিরাগ ফ্যালর। সকল সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন কনিষ্কা মিত্তাল, যিনি মোটের ওপর সতেরোতম স্থান পেয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে গাঙ্গুলা ভুবন রেড্ডি এবং বৈভব রাজ। উল্লেখের বিষয় হল, সফল প্রার্থীদের মধ্যে ১৫.৫২ শতাংশ মহিলা।
সোমবার সকাল ১০.২০ মিনিট নাগাদ ফলাফল প্রকাশিত হয়েছে। আইআইটি দিল্লি ছিল এই পরীক্ষার সংগঠক। ২৭ সেপ্টেম্বর প্রায় দেড় লাখ পড়ুয়া এই পরীক্ষা দিয়েছিলেন। এদিন আইআইটি দিল্লি সর্বভারতীয় র্যাঙ্কিং ও স্কোরকার্ড প্রকাশ করেছে। মোট ২২২টি শহরে ১০০১ সেন্টারে পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩, ২০৪ ক্যান্ডিডেট। এর মধ্যে মাত্র ৬৭০৭ মহিলা। ৩৯৬ মার্কসে ৩৫২ পেয়ে সামগ্রিকভাবে প্রথম হয়েছেন চিরাগ ফ্যালর। মহিলাদের মধ্যে প্রথম কনিষ্কা পেয়েছেন ৩১৫। সফল পরীক্ষার্থীদের মধ্যে ১৭২৮৩ জন জেনারেল ক্যাটেগরির। ৯১৯৫ জন ওবিসি। ৭৮৫২ জন তফসিলি জাতি ও ২৮৫২ জন তফসিলি উপজাতির। আর্থিক ভাবে দুর্বল ৫০৮৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।