নির্ধারিত ফেব্রুয়ারি-মার্চ নয়, আগামী বছর জুনে হতে পারে মাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষা মিটে গেলে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক। জুনের মধ্যেই সম্ভবত উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করা হবে। এমনটাই একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হবে না। তারপর পাঠ্যক্রম কাটছাঁট করে পরিবর্তিত পাঠ্যক্রম ঘোষণা করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের কাছে প্রস্তাবিত নির্ঘণ্ট চেয়ে পাঠানো হয়েছিল।
নিউজ ১৮ বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সংসদের তরফে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের কাছে সেই প্রস্তাবিত নির্ঘণ্ট পাঠানো হয়েছে। সেই অনুযায়ী, আগামী বছর বিধানসভা ভোট মিটে যাওয়ার পর জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিক শুরু হতে পারে। তা চলবে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। তার কয়েকদিন পর থেকে শুরু হতে পারে উচ্চ মাধ্যমিক। যা জুনের মধ্যেই মিটিয়ে ফেলা হতে পারে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
সূত্রের খবর, আপাতত স্কুল স্কুল শিক্ষা দফতরের তরফে মুখ্যমন্ত্রীর কাছে সেই রুটিনের প্রস্তাব পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, পাঠ্যক্রম কাটছাঁট করলেও সম্ভবত প্রশ্নপত্রের ধাঁচ পালটানো হবে না। নয়া পাঠ্যক্রমে যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়ে এসেছে, সেই ধাঁচেই প্রশ্নপত্র তৈরি করা হতে পারে। তবে পাঠ্যক্রম থেকে বিভিন্ন অংশ কাটছাঁট হওয়ায় কত অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন করা হবে, তা নিয়ে পর্যদ এবং সংসদের তরফে একটি রূপরেখা তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে।