চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রতিদিনই প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া গিয়েছিল | তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চায়না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ | তাই এবার প্রশ্নফাঁস রুখতে প্রশ্নপত্রের প্যাকেটে থাকছে বারকোড |
বৃহস্পতিবার থেকে শুরু ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা | আর তার আগেই নয়া পদক্ষেপ গ্রহন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের | অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবছর আরও কড়া সংসদ | মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর,এই প্রথম ২৫০টি কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর | প্রশ্নপত্রের প্যাকেটে থাকবে বারকোড | কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল নেই এবিষয়ে নিশ্চিত হওয়ার পরই প্রশ্নপত্র দেওয়া হবে তাদের | কারও কাছ থেকে টুকলি পাওয়া গেলে সঙ্গে বাতিল করা হবে তার খাতা। প্রয়োজনে বাতিল হতে পারে রেজিস্ট্রেশনও | ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) প্রথম ভাষার পরীক্ষার মাধ্যমে|১৪ মার্চ (শনিবার)দ্বিতীয় ভাষা|১৬ মার্চ (সোমবার ) জীবন বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান|১৭ মার্চ (মঙ্গলবার ) হেল্থ কেয়ার,অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং,সিকিউরিটি,আইটি এবং ভোকেশনাল স্টাডিজ|১৮ মার্চ (বুধবার) অঙ্ক, মনস্তত্ব, প্রত্নতত্ব, অ্যাগ্রোনমি, ইতিহাস|১৯ মার্চ (বৃহস্পতিবার)কম্পিউটার সায়েন্স, মর্ডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, পরিবেশবিদ্যা, স্বাস্থ্য এবং শরীর বিদ্যা, মিউজিক এবং ভিজুয়াল আর্ট|২১ মার্চ (শনিবার ) কমার্শিয়াল এবং প্রিলিমিনারিস অব অডিটিং, দর্শণ এবং সমাজবিদ্যা|২৩ মার্চ (সোমবার )পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি|২৫ মার্চ (বুধবার ) রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা, সংস্কৃত, পার্সি, আরবি, ফরাসি ভাষা|শেষ হচ্ছে ২৭ মার্চ (শুক্রবার ) ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হো ম্যানেজমেন্ট, ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট পরীক্ষার মাধ্যমে|