“ধান ভানতে শিবের গীত” প্রবাদটির মধ্যে বঙ্গদেশে শিবের কৃষি সম্পৃক্ততা অমোচ্য। শ্রাবণ মাস শিবের মাস, এই মাস আমন ধান লাগানোরও মরশুম। আর তারই মধ্যে শিব আরাধনা। বাংলার শৈবক্ষেত্রগুলিতে শিবলিঙ্গে পবিত্র জল ঢালার রীতি। আদিতে মূল প্রার্থনা ছিল, দেবতার সন্তুষ্টি এবং খারিফ-কৃষিকাজে শ্রমের সূচনা। তাতে ভগবান শিবের অমল উপস্থিতি। এক অনন্য ধন্যবাদাত্মক চিন্তন।
দেশের মাটি-র আহ্বানে হুগলি জেলা শাখার পক্ষ থেকে ড. কল্যাণ চক্রবর্তী মহাশয়ের সামগ্রিক পরিকল্পনায় ‘কৃষি দেবতা শিব’ আরাধনার ভার্চুয়াল কার্যক্রম অনুষ্ঠিত হবে ঋতম বাংলায় আগামীকাল ১৭ ই আগষ্ট। নির্দেশনা – মনোরঞ্জন হাজরা। সম্পাদনা- দেব চন্দন। সঞ্চালনা – প্রীতি রায়। চিত্র অঙ্কন- শীর্ষ আচার্য। অংশগ্রহণে – বিনয়কৃষ্ণ চ্যাটার্জী, ড. মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ বেজ, দেবাশীষ আইয়ার, ড. সৌমি রায়চৌধুরী, শীর্ষ আচার্য এবং মনোরঞ্জন হাজরা।
2020-08-16